আফগানিস্তানে ভূমিকম্প কেন এত ধ্বংসাত্মক হয়?

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৪
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ১৩
ছবি: আল জাজিরা

আফগানিস্তান ভূমিকম্প প্রবণ দেশ। সবশেষ রোববার দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত আটশ’র বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এবারই প্রথম নয়, প্রায়ই ভূমিকম্প আঘাত হানে দেশটিতে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় ধ্বংসাত্মক।

বিবিসির এক প্রতিবেদনে আফগানিস্তানে ভূমিকম্পে এতো প্রাণহাণীর কারণ সম্পর্কে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপর অবস্থিত। যার কারণে প্রায় ভূমিকম্প হয়।

বিজ্ঞাপন

২০২৩ সালে, পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরের কাছে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা যায়।

এর এক বছর আগে, ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে এক হাজার মানুষ নিহত এবং আরো তিন হাজার মানুষ আহত হয়।

যদিও সেই ভূমিকম্পের মাত্রা ছিল মাঝারি। তারপরও এটি ছিল ধ্বংসাত্মক। কারণ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল অগভীর, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

গত রোববারের ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা আরো অগভীর ছিল, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন আটশ’র বেশি মানুষ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা।

আফগানিস্তানের প্রত্যন্ত গ্রামে বসবাসকারীরা বিশেষভাবে ঝুঁকিতে থাকেন। কারণ কাঠ, মাটি বা দুর্বল কংক্রিট দিয়ে তৈরি ঘরবাড়ি ভূমিকম্প প্রতিরোধী হয় না।

আফগানিস্তানের পাহাড়ি এলাকায় ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভূমিধসের কারণে। যার ফলে উদ্ধারকর্মীদের ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত