সার্জারির সময় হঠাৎ ভূমিকম্প, যা করলেন চিকিৎসকরা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৭: ৪৫
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৭: ৪৮

রাশিয়ার কামচাটকা ক্রাই অঞ্চলে একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে চলছিল অস্ত্রোপচার। হঠাৎ ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কেঁপে ওঠে পুরো ভবন, নড়তে থাকে যন্ত্রপাতি। কিন্তু আতঙ্ক না ছড়িয়ে চারজন চিকিৎসক অপারেশন বন্ধ না করে ঠান্ডা মাথায় সার্জারি চালিয়ে যান।

বুধবার রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভূমিকম্প শুরু হওয়ার পরও চিকিৎসকরা ধৈর্য হারাননি বরং রোগীর জীবন রক্ষায় মনোযোগী ছিলেন।

আরটি জানায়, ভূমিকম্পের মূল আঘাতের কিছুক্ষণ পর ৬.৯ ও ৬.৩ মাত্রার দুটি আফটারশকও অনুভূত হয়। তবে চিকিৎসকরা থামেননি। তারা রোগীর নিরাপত্তা নিশ্চিত করে সফলভাবে অপারেশন শেষ করেন।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সার্জারিটি সফল হয়েছে এবং রোগী এখন শঙ্কামুক্ত। চিকিৎসকদের এই পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়া।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত