ফিলিস্তিনকে স্বীকৃতি

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পদক্ষেপকে স্বাগত জানালো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৭: ০১
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫: ৪০

সৌদি আরব অস্ট্রেলিয়ার ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং নিউজিল্যান্ডের একই পথে অগ্রসর হওয়ার ঘোষণাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব পদক্ষেপ ফিলিস্তিনি ইস্যুতে ন্যায়সঙ্গত সমাধানের পথে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে আন্তর্জাতিক সমর্থনকে আরও শক্তিশালী করবে।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ১৯৬৭ সালের সীমানা ও পূর্ব জেরুজালেমকে রাজধানী রেখে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করছে।

এছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দীর্ঘদিন ধরে চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের অবসানে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে সৌদি আরব মনে করছে। মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে এই উদ্যোগকে সমর্থন জানাতে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একথা জানিয়েছেন।

এদিকে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে নিউজিল্যান্ডও। আগামী এক মাসের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত