নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করায় ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপেক্ষা করেছেন—এমন একটি সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে ট্রাম্প এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। যদিও তিনি মন্তব্য করেছেন, মাচাদোর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত হয়নি।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নিজে গত বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। গোপনে নয়, প্রকাশ্যেও একাধিকবার তিনি দাবি করেন যে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য ব্যক্তি তিনি নিজেই। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি দেওয়া হয় ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদোকে।
ওয়াশিংটন পোস্টকে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, মাচাদো যদি নোবেল পুরস্কার গ্রহণ না করে বলতেন যে এই সম্মান ট্রাম্পের প্রাপ্য, তাহলে আজ তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে পারতেন। ওই কর্মকর্তা মাচাদোর পুরস্কার গ্রহণকে ‘পাপ’ বলেও উল্লেখ করেন।
তবে ট্রাম্প এসব বক্তব্য অস্বীকার করে বলেন, মাচাদোর নোবেল বিজয় তার পছন্দ নয়, কিন্তু ভেনেজুয়েলাসংক্রান্ত মার্কিন সিদ্ধান্তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে দেশটিতে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। ঘটনার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাচাদো জানান, তারা এখন ভেনেজুয়েলার ক্ষমতা গ্রহণে প্রস্তুত।
তবে একই দিন এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সিই সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, ভেনেজুয়েলা শাসন করার সক্ষমতা মাচাদোর নেই এবং দেশটির ভেতরে তার পর্যাপ্ত জনসমর্থন বা গ্রহণযোগ্যতাও নেই।
এসআর/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

