আফগানিস্তানকে পাকিস্তানের হুঁশিয়ারি
আমার দেশ অনলাইন
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে আফগানিস্তান ব্যর্থ হলে যুদ্ধবিরতি ভেঙ্গে পড়তে পারে। তিনি বলেন, আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে তাকে এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
কয়েকদিনের সীমান্ত সংঘাতের পর সম্প্রতি দোহায় যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান ও আফগানিস্তান। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে এমন অভিযোগ করে ইসলামাবাদ। এমন অভিযোগে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় ঘটে হতাহতের ঘটনা। পরে দোহায় দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, ইসলামাবাদ ও কাবুলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি টিকে থাকা নির্ভর করছে পাকিস্তানে আক্রমণকারী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে আফগান তালেবান কতটা সক্ষম হবে তার ওপর।
মন্ত্রী বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো অনুপ্রবেশ ঘটবে না। তিনি বলেন, ‘আমাদের একটি যুদ্ধবিরতি চুক্তি রয়েছে যতক্ষণ না চুক্তির কোনো লঙ্ঘন না হয়, ততক্ষণ পর্যন্ত তা বহাল থাকবে।’
আসিফ আরো বলেন, একাধিক সন্ত্রাসী সংগঠনের জোট তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তান থেকেই পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং তারা এই কাজে আফগান তালেবানের মৌন সমর্থন পাচ্ছে।
তবে পাকিস্তানে হামলার জন্য আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দেয়, এমন অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান।
আরএ
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে আফগানিস্তান ব্যর্থ হলে যুদ্ধবিরতি ভেঙ্গে পড়তে পারে। তিনি বলেন, আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে তাকে এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
কয়েকদিনের সীমান্ত সংঘাতের পর সম্প্রতি দোহায় যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান ও আফগানিস্তান। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে এমন অভিযোগ করে ইসলামাবাদ। এমন অভিযোগে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় ঘটে হতাহতের ঘটনা। পরে দোহায় দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, ইসলামাবাদ ও কাবুলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি টিকে থাকা নির্ভর করছে পাকিস্তানে আক্রমণকারী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে আফগান তালেবান কতটা সক্ষম হবে তার ওপর।
মন্ত্রী বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো অনুপ্রবেশ ঘটবে না। তিনি বলেন, ‘আমাদের একটি যুদ্ধবিরতি চুক্তি রয়েছে যতক্ষণ না চুক্তির কোনো লঙ্ঘন না হয়, ততক্ষণ পর্যন্ত তা বহাল থাকবে।’
আসিফ আরো বলেন, একাধিক সন্ত্রাসী সংগঠনের জোট তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তান থেকেই পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং তারা এই কাজে আফগান তালেবানের মৌন সমর্থন পাচ্ছে।
তবে পাকিস্তানে হামলার জন্য আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দেয়, এমন অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান।
আরএ
এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।
৬ ঘণ্টা আগেসুদানের রাজধানীর খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরসহ এর আশেপাশের বেশ কিছু এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর বিমানবন্দরটি খোলার একদিন আগেই এই হামলার ঘটনাটি ঘটে।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন নিকোলাস সারকোজি। লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে নির্বাচনি তহবিল নেয়ার অপরাধে পাঁচ বছরের কারাভোগ করতে হচ্ছে তাকে।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
১১ ঘণ্টা আগে