ক্যারিবীয় অঞ্চলে মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৯: ৫৬
ছবি: আল জাজিরা

মাদক চোরাচালানের অভিযোগ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের আন্তর্জাতিক জলসীমায় একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নৌযানটি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের বলে ধারণা করছে মার্কিন কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

পেন্টাগন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো প্রকাশ্যে এই হামলার বিষয়টি নিশ্চিত করেননি।

বিজ্ঞাপন

এরআগে সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচটি জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলা কমপক্ষে ২৭ জন নিহত হয়।

আইন বিশেষজ্ঞ, অধিকার গোষ্ঠী এবং ডেমোক্র্যাট আইন প্রণেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসন যুক্তি দিচ্ছে যে এই হামলা বৈধ, কারণ যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভেনেজুয়েলার ‘মাদক চোরাচালানকারী’ গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে।

ভেনেজুয়েলা বারবার এই হামলার নিন্দা জানিয়েছে।

আগস্টের শেষের দিকে, যুক্তরাষ্ট্র মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে এই অঞ্চলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, এফ-৩৫ যুদ্ধবিমান, একটি পারমাণবিক সাবমেরিন এবং প্রায় ছয় হাজার ৫০০ সেনা মোতায়েন করেছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত