আমার দেশ অনলাইন
জার্মানির রাজধানী বার্লিনের শহর কর্তৃপক্ষ কবুতরের সংখ্যা কমানোর চেষ্টা করছে৷ কারণ, কবুতরের জন্য শহরে ময়লার পরিমাণ বাড়ছে৷ জার্মানির আরো অনেক শহর একই চেষ্টা করছে৷ তবে এখনো কবুতরের সংখ্যা কমাতে পুরো সফল, এমন কোনো উপায় খুঁজে পাওয়া যায়নি৷ জার্মানি গণমাধ্যম এমন দাবি করেছে।
কবুতরকে অনেকে উড়ন্ত ইঁদুর বলে ডাকেন, আর অন্যরা তাদের পোষা প্রাণী মনে করেন৷
জার্মানির বার্লিনে কয়েক লাখ কবুতর বাস করে৷ ডরিন রোটে ১৪ বছর ধরে শহরের কেন্দ্রে কবুতরদের খাওয়াচ্ছেন৷ এর ফলে কবুতরদের মানুষের কাছ থেকে দূরে রাখা সম্ভব হচ্ছে বলে মনে করেন তিনি৷ রোটে জানান, ‘‘তারা শুধু শস্য খায়৷ আমরা যদি তাদের না খাওয়াই তাহলে তারা যেখানে লোকজন খাওয়া-দাওয়া করে সেখানে যাবে, বিশেষ করে রেস্টুরেন্টে ঢুকে যেতে পারে৷ কবুতর সারাক্ষণ মানুষের পায়ের মাঝে খাবার খোঁজে, যা অনেকে পছন্দ করেন না৷ এটা কবুতরের জন্যও ভালো নয়৷''
আবর্জনা থেকে চিটচিটে খাবার খাওয়া পাখির হজমের জন্যও ভালো নয়৷
কবুতরেরা শহরের যেখানে ঘুরে বেড়ায়, সেখানে তাদের চিহ্ন রেখে যায়৷ কারণ, তারা প্রতি ১৫ থেকে ৩০ মিনিটে তারা মলত্যাগ করে৷
লাইবনিৎস ইনস্টিটিউটের ড. অলিভার ক্রোনে বলেন, ‘‘কবুতরেরা হয়ত বিপজ্জনক নয়, কিন্তু তাদের মল যদি এভাবে জমা হতে থাকে তাহলে সেটা ভালো কথা নয়, কারণ, এর ভেতরে সালমোনেলার মতো কিছু ব্যাকটিরিয়া থাকতে পারে, যা মানুষ এবং অন্য প্রাণীর জন্য সমস্যার হতে পারে৷''
শহরে কবুতরের সংখ্যা সীমিত করার কাজটি জটিল৷ একটি সমাধান হলো, প্রকাশ্য স্থানে কাঁটা বা জাল বসানো যেন তারা সেখানে জড়ো হতে না পারে৷
ড. ক্রোনে বলেন, ‘‘এসব গৃহপালিত কবুতর নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়৷ কারণ, আপনাকে সেই কবুতরগুলোকে হাত দিয়ে ধরতে হবে এবং তাদের প্রজনন নিয়ন্ত্রণ করতে হবে৷ সে কারণে এটা প্রমাণিত যে, কবুতরের জন্য লফট বা বাসা তৈরি বেশি উপকারী হতে পারে৷''
কবুতরের বাসা - যেখানে যাদু দেখা যায়৷ সেখানে পাখিরা একসঙ্গে খায় এবং বসবাস করে৷
ডরিন রোটে কবুতরের একটি বাসা পর্যবেক্ষণে সহায়তা করেন যেটি একটি স্টেশনের কাছে অবস্থিত৷ বার্লিনে এমন তিনটি বাসা আছে৷ আহত কবুতরকেও এখানে আনা হয়৷ তবে প্রথমে তাদের আলাদা খাঁচায় রাখা হয়৷
বাসাটি কবুতরদের জন্য শুধু একটি আরামদায়ক জায়গা নয়, যা তাদের রাস্তা থেকে দূরে রাখে৷
কবুতর সারা বছর ধরে প্রতি কয়েক সপ্তাহে দুটি ডিম দেয়৷ জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে স্বেচ্ছাসেবীরা আসল ডিম সরিয়ে সেখানে কৃত্রিম ডিম রেখে দেন৷
এতে কি কাজ হচ্ছে? রোটে জানান, ‘‘আমরা এখন স্টেশনে আগের তুলনায় অনেক কম কবুতর দেখতে পাচ্ছি৷ এটি খুব স্পষ্ট, তবে পর্যাপ্ত পরিমাণে লফটে ব্যবস্থা করা গেলে সংখ্যা হ্রাসের হার উল্লেখযোগ্য হবে৷''
কিন্তু এটি কতটা বাস্তবসম্মত?
জার্মানির অনেক শহর কবুতরের সংখ্যা সীমিত করার বিভিন্ন পদ্ধতি পরীক্ষা করে দেখেছে৷ তবে কেউ এখনো নিখুঁত সমাধান খুঁজে পায়নি৷
জার্মানির রাজধানী বার্লিনের শহর কর্তৃপক্ষ কবুতরের সংখ্যা কমানোর চেষ্টা করছে৷ কারণ, কবুতরের জন্য শহরে ময়লার পরিমাণ বাড়ছে৷ জার্মানির আরো অনেক শহর একই চেষ্টা করছে৷ তবে এখনো কবুতরের সংখ্যা কমাতে পুরো সফল, এমন কোনো উপায় খুঁজে পাওয়া যায়নি৷ জার্মানি গণমাধ্যম এমন দাবি করেছে।
কবুতরকে অনেকে উড়ন্ত ইঁদুর বলে ডাকেন, আর অন্যরা তাদের পোষা প্রাণী মনে করেন৷
জার্মানির বার্লিনে কয়েক লাখ কবুতর বাস করে৷ ডরিন রোটে ১৪ বছর ধরে শহরের কেন্দ্রে কবুতরদের খাওয়াচ্ছেন৷ এর ফলে কবুতরদের মানুষের কাছ থেকে দূরে রাখা সম্ভব হচ্ছে বলে মনে করেন তিনি৷ রোটে জানান, ‘‘তারা শুধু শস্য খায়৷ আমরা যদি তাদের না খাওয়াই তাহলে তারা যেখানে লোকজন খাওয়া-দাওয়া করে সেখানে যাবে, বিশেষ করে রেস্টুরেন্টে ঢুকে যেতে পারে৷ কবুতর সারাক্ষণ মানুষের পায়ের মাঝে খাবার খোঁজে, যা অনেকে পছন্দ করেন না৷ এটা কবুতরের জন্যও ভালো নয়৷''
আবর্জনা থেকে চিটচিটে খাবার খাওয়া পাখির হজমের জন্যও ভালো নয়৷
কবুতরেরা শহরের যেখানে ঘুরে বেড়ায়, সেখানে তাদের চিহ্ন রেখে যায়৷ কারণ, তারা প্রতি ১৫ থেকে ৩০ মিনিটে তারা মলত্যাগ করে৷
লাইবনিৎস ইনস্টিটিউটের ড. অলিভার ক্রোনে বলেন, ‘‘কবুতরেরা হয়ত বিপজ্জনক নয়, কিন্তু তাদের মল যদি এভাবে জমা হতে থাকে তাহলে সেটা ভালো কথা নয়, কারণ, এর ভেতরে সালমোনেলার মতো কিছু ব্যাকটিরিয়া থাকতে পারে, যা মানুষ এবং অন্য প্রাণীর জন্য সমস্যার হতে পারে৷''
শহরে কবুতরের সংখ্যা সীমিত করার কাজটি জটিল৷ একটি সমাধান হলো, প্রকাশ্য স্থানে কাঁটা বা জাল বসানো যেন তারা সেখানে জড়ো হতে না পারে৷
ড. ক্রোনে বলেন, ‘‘এসব গৃহপালিত কবুতর নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়৷ কারণ, আপনাকে সেই কবুতরগুলোকে হাত দিয়ে ধরতে হবে এবং তাদের প্রজনন নিয়ন্ত্রণ করতে হবে৷ সে কারণে এটা প্রমাণিত যে, কবুতরের জন্য লফট বা বাসা তৈরি বেশি উপকারী হতে পারে৷''
কবুতরের বাসা - যেখানে যাদু দেখা যায়৷ সেখানে পাখিরা একসঙ্গে খায় এবং বসবাস করে৷
ডরিন রোটে কবুতরের একটি বাসা পর্যবেক্ষণে সহায়তা করেন যেটি একটি স্টেশনের কাছে অবস্থিত৷ বার্লিনে এমন তিনটি বাসা আছে৷ আহত কবুতরকেও এখানে আনা হয়৷ তবে প্রথমে তাদের আলাদা খাঁচায় রাখা হয়৷
বাসাটি কবুতরদের জন্য শুধু একটি আরামদায়ক জায়গা নয়, যা তাদের রাস্তা থেকে দূরে রাখে৷
কবুতর সারা বছর ধরে প্রতি কয়েক সপ্তাহে দুটি ডিম দেয়৷ জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে স্বেচ্ছাসেবীরা আসল ডিম সরিয়ে সেখানে কৃত্রিম ডিম রেখে দেন৷
এতে কি কাজ হচ্ছে? রোটে জানান, ‘‘আমরা এখন স্টেশনে আগের তুলনায় অনেক কম কবুতর দেখতে পাচ্ছি৷ এটি খুব স্পষ্ট, তবে পর্যাপ্ত পরিমাণে লফটে ব্যবস্থা করা গেলে সংখ্যা হ্রাসের হার উল্লেখযোগ্য হবে৷''
কিন্তু এটি কতটা বাস্তবসম্মত?
জার্মানির অনেক শহর কবুতরের সংখ্যা সীমিত করার বিভিন্ন পদ্ধতি পরীক্ষা করে দেখেছে৷ তবে কেউ এখনো নিখুঁত সমাধান খুঁজে পায়নি৷
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
৪ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
৩৪ মিনিট আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
৪২ মিনিট আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে