আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ইসরাইলের ত্রাণ অবরোধের নিন্দা এরদোয়ানের

আমার দেশ অনলাইন

গাজায় ইসরাইলের ত্রাণ অবরোধের নিন্দা এরদোয়ানের
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, মনগড়া অজুহাত দেখিয়ে গাজায় মানবিক ত্রাণ প্রবেশে ক্রমাগত বাধা সৃষ্টি করছে ইসরাইল। ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় দখলদার ইসরাইলের নিন্দা জানান তিনি। সেইসঙ্গে তেলআবিব যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক সভায় তিনি এসব কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এরদোগান বলেন, ১১ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরাইলের চুক্তি লঙ্ঘনের কারণে উপত্যকার দুর্দশা একটুও কমেনি। তিনি জানান, আগামীতে ফিলিস্তিনিদের প্রতি আরো সমর্থন বৃদ্ধি করবে তুরস্ক।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা ফিলিস্তিনে আমাদের সাহায্য বৃদ্ধি করব। আমরা পিছু হটব না, আমরা চুপ থাকব না, আমরা ভুলব না এবং আমরা কখনই গাজাকে একা ছেড়ে দেব না।’

এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্ক শান্তিকে সমর্থন করলেও, অন্যায়কে মেনে নেবে না। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সকলের জানা উচিত অতীতের মতো, আজও আমরা শান্তির পক্ষে। তবে এর অর্থ এই নয় যে আমরা অন্যায়কে মেনে নেই বা নিপীড়নের মুখে নীরব থাকি।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন