আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৮

আমার দেশ অনলাইন

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৮
ছবি: জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছে আটজন। রোববার পুলিশ ও সন্ত্রাস দমন বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। খাইবার পাখতুনখোয়ার বান্নু, খাইবার এবং জহির গড়ির উপজাতীয় জেলাগুলোতে এই অভিযান পরিচালিত হয়। খবর জিও নিউজের।

পুলিশ দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় জড়িত আটজন সন্ত্রাসী তাদের অভিযানে নিহত হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় পুলিশ অফিসের (সিপিও) তথ্য অনুযায়ী, বান্নু অঞ্চলে স্থানীয় পুলিশ ও সিটিডির অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়। এর আগে এই সন্ত্রাসীরা শেখ লিন্ডাক ও ফাতাহ খেলের পুলিশ পোস্টে হামলা চালিয়েছিল। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এদিকে, খাইবারে অভিযানের সময় নিহত হয় তিন সন্ত্রাসী। সন্ত্রাসীরা পুলিশের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। তবে তাদের চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি রাইফেল উদ্ধার করা হয়।

পেশোয়ারের শহরতলির জহির গড়িতে আরেকটি অভিযান চালানো হয়, এ সময় নিহত হয় তিন সন্ত্রাসী। অন্য সহযোগীরা পালিয়ে গেছে।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...