ইসরাইল-হামাস বন্দি বিনিময় কখন, যা জানা গেলো

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৪: ২৩
তেলআবিবে জিম্মি মুক্তির দাবিতে সমাবেশ। ছবি: টাইমস অব ইসরাইল

হামাস ও ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকাল থেকে বন্দি বিনিময় শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে মুক্তির সময় নিয়ে কিছু অনিশ্চয়তাও রয়ে গেছে। খবর টাইমস অব ইসরাইলের।

বৃহস্পতিবার সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী অনুসারে, গাজা থেকে প্রাথমিক সেনা প্রত্যাহার সম্পন্ন করার জন্য ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে ২৪ ঘন্টা সময় দেয়া হয়েছিল। সেনা প্রত্যাহারের পর ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে ৪৮ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার শর্ত দেয়া হয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারনা করা হয়।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী ইসরাইল শুক্রবার দুপুরের মধ্যে তাদের প্রত্যাহার সম্পন্ন করেছে। জিম্মিদের বিনিময়ে ইসরাইল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘চুক্তি অনুসারে সোমবার সকালে বন্দি বিনিময় শুরু হওয়ার কথা রয়েছে এবং এই বিষয়ে কোনো নতুন অগ্রগতি হয়নি।’

তবে কিছু ইসরাইলি সূত্র ইঙ্গিত দিয়েছে যে এ বিষয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। শনিবার চ্যানেল১২ জানিয়েছে যে একজন ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তা বলেছেন, ‘সময়সীমার বিবরণ ইসরাইলের কাছে স্পষ্ট নয়।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে যে পরিস্থিতি অনুকূল হলে রোববার রাতের মধ্যেই মুক্তি শুরু হতে পারে। জিম্মিদের স্থানান্তর সমন্বয়ের জন্য আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট কমিটির সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়েছে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত