ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি পণ্যবাহী জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। শুক্রবার এক প্রতিবেদনে একথা জানায় ওয়াল স্ট্রিট জার্নাল। জাহাজটিতে অস্ত্র তৈরির উপকরণের চালান ছিল। সেগুলো জব্দ করেছে মার্কিন বাহিনী। ইরান বা চীন কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নভেম্বরে এই অভিযান চালানো হয়। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড বিষয়টি নিশ্চিত করেনি। একজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মার্কিন বাহিনী জাহাজ থেকে অস্ত্র তৈরির উপকরণ জব্দ করেছে। তবে একজন কর্মকর্তা জানিয়েছেন, জব্দ করা সরঞ্জামগুলো সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে।
শ্রীলঙ্কা থেকে কয়েকশ মাইল দূরে মার্কিন সামরিক বাহিনী জাহাজটিতে উঠে পড়েন। বেশ কয়েক বছরের মধ্যে এই প্রথমবারের মতো মার্কিন বাহিনী চীন থেকে ইরানগামী পণ্যবাহী জাহাজে অভিযান চালালো।
ইরান এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞায় রয়েছে। ইরান বা চীন কেউই তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। তেহরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বেইজিং নিয়মিতভাবে মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে অভিহিত করে আসছে।
সূত্র: আল জাজিরা
আরএ


নোবেলজয়ী নার্গেস মোহাম্মদিকে গ্রেপ্তার করল ইরান