বাংলাদেশে নির্বাচিতদের সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৯: ৩৭

বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে যে দলই বিজয় লাভ করে সরকার গঠন করবে, ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিক্রম মিশ্রি বলেন, নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বার্তা দিয়েছে, আমরা তাতে উৎসাহিত এবং আমরা প্রতীক্ষায় আছি যে, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হলে, সেই ভোটের মাধ্যমে সরকার গঠন করা দলের সঙ্গে ভারত কাজ করবে কি- না, সাংবাদিকরা এমন প্রশ্ন করেন বিক্রম মিশ্রিকে।

জবাবে তিনি বলেন, আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারই আসুক, আমরা তাদের সঙ্গে কাজ করবো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত