সুদানের মিলিশিয়া নেতা আলী মুহাম্মদ আলী আবদ-আল-রহমান ওরফে আলী কুশাইবকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০ বছর কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
দুই দশকেরও বেশি সময় আগে সুদানের দারফুর অঞ্চলে সন্ত্রাসী অভিযানের দায়ে মঙ্গলবার আলী কুশাইবকে সাজা দেন আইসিসির বিচারকরা।
কুশাইবকে গত অক্টোবরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ২৭টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল; যার মধ্যে হত্যা, নির্যাতন, দলবদ্ধ ধর্ষণ এবং বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস হামলার পরিকল্পনা অন্যতম।
আইসিসির তদন্তকারীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, দারফুরে সংঘাতের তীব্রতার সময় মিলিশিয়া হামলার সমন্বয়ে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। এতে লাখ লাখ মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হয়েছিলেন।
তিনি ২০২০ সালের জুনে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে আত্মসমর্পণ করেন এবং এর কিছুক্ষণ পরেই তাকে আইসিসির হেফাজতে স্থানান্তর করা হয়।
২০২২ সালের এপ্রিলে কুশাইবের বিচার শুরু হয়। বিচারকালে ৫৬ জন্য তার বিপক্ষে এবং ১৮ জন পক্ষে সাক্ষ্য দেন।
আলী কুশাইব ছিলেন মিলিশিয়া দল জানজাউইদের একজন জ্যেষ্ঠ কমান্ডার। তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল-বশিরের আমলে দারফুরে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সমর্থন দিয়েছিলেন তিনি। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড


দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ