আমার দেশ অনলাইন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে আবারো স্টুডেন্ট ভিসার (এফ ক্যাটাগরি) অ্যাপয়েন্টমেন্ট চালু হচ্ছে। তবে এবার আবেদনকারীদের জন্য কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া চালু করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা পেতে হলে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো সর্বজনীন (public) করতে হবে। খবর বিবিসির।
পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমের প্রোফাইল যদি ‘লক’ থাকে, তবে সেটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হবে। আইডি ‘আনলক’ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীদের অনলাইন কর্মকাণ্ড খতিয়ে দেখে সেখানে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব, ঘৃণা, বৈষম্য বা উগ্রতা আছে কি না, তা যাচাই করা হবে।
বিবিসি জানায়, ভিসা কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এমন আবেদনকারীদের শনাক্ত করেন, যাদের কর্মকাণ্ডে মার্কিন নাগরিক, সংস্কৃতি, প্রতিষ্ঠান বা সরকারের প্রতি ঘৃণা বা নেতিবাচক মনোভাব প্রকাশ পায়।
এর আগে, চলতি বছরের মে মাসের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছিল। তাদের যুক্তি ছিল— যেসব আবেদনকারী মার্কিনবিরোধী মনোভাব পোষণ করেন, তাদের ভিসা দিতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে।
এই নতুন নীতির আওতায় শুধু ‘এফ’ ক্যাটাগরির শিক্ষার্থীই নয়, ‘এম’ (কারিগরি শিক্ষার্থী) ও ‘জে’ (বিনিময় শিক্ষার্থী) ক্যাটাগরির ভিসা আবেদনকারীরাও পড়বেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, কারও সোশ্যাল মিডিয়া প্রোফাইল যদি প্রাইভেট থাকে, তবে সেটিকে তথ্য গোপন করার চেষ্টা হিসেবে ধরে নেওয়া হবে। মুখপাত্র বলেন, ‘আমরা এমন আবেদনকারীদের চিহ্নিত করতে চাই, যারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, কিংবা ইহুদি-বিরোধী সহিংসতায় জড়িত।’
পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, ‘মার্কিন নাগরিকরা চায় তাদের সরকার যেন দেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালায়, আর ট্রাম্প প্রশাসন ঠিক সেটাই করছে।’
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে আবারো স্টুডেন্ট ভিসার (এফ ক্যাটাগরি) অ্যাপয়েন্টমেন্ট চালু হচ্ছে। তবে এবার আবেদনকারীদের জন্য কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া চালু করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা পেতে হলে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো সর্বজনীন (public) করতে হবে। খবর বিবিসির।
পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমের প্রোফাইল যদি ‘লক’ থাকে, তবে সেটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হবে। আইডি ‘আনলক’ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীদের অনলাইন কর্মকাণ্ড খতিয়ে দেখে সেখানে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব, ঘৃণা, বৈষম্য বা উগ্রতা আছে কি না, তা যাচাই করা হবে।
বিবিসি জানায়, ভিসা কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এমন আবেদনকারীদের শনাক্ত করেন, যাদের কর্মকাণ্ডে মার্কিন নাগরিক, সংস্কৃতি, প্রতিষ্ঠান বা সরকারের প্রতি ঘৃণা বা নেতিবাচক মনোভাব প্রকাশ পায়।
এর আগে, চলতি বছরের মে মাসের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছিল। তাদের যুক্তি ছিল— যেসব আবেদনকারী মার্কিনবিরোধী মনোভাব পোষণ করেন, তাদের ভিসা দিতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে।
এই নতুন নীতির আওতায় শুধু ‘এফ’ ক্যাটাগরির শিক্ষার্থীই নয়, ‘এম’ (কারিগরি শিক্ষার্থী) ও ‘জে’ (বিনিময় শিক্ষার্থী) ক্যাটাগরির ভিসা আবেদনকারীরাও পড়বেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, কারও সোশ্যাল মিডিয়া প্রোফাইল যদি প্রাইভেট থাকে, তবে সেটিকে তথ্য গোপন করার চেষ্টা হিসেবে ধরে নেওয়া হবে। মুখপাত্র বলেন, ‘আমরা এমন আবেদনকারীদের চিহ্নিত করতে চাই, যারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, কিংবা ইহুদি-বিরোধী সহিংসতায় জড়িত।’
পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, ‘মার্কিন নাগরিকরা চায় তাদের সরকার যেন দেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালায়, আর ট্রাম্প প্রশাসন ঠিক সেটাই করছে।’
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
২৮ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে