আমার দেশ অনলাইন
‘গ্রেটার ইসরাইল’ প্রতিষ্ঠার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার নিন্দা জানিয়েছে বিভিন্ন আরব দেশ। এই পরিকল্পনাকে আরব দেশগুলোর ‘সার্বভৌমত্বের প্রতি হুমকি’ বলে বর্ণনা করেছে তারা। খবর ইয়েনি সাফাকের।
মিসর ও জর্দার্ডের একাংশ এবং পুরো ফিলিস্তিন নিয়ে বৃহত্তর ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১২ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল২৪-কে নেতানিয়াহু জানান, তিনি এক ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন এবং ‘বৃহত্তর ইসরাইল’ দর্শনের প্রতি তিনি গভীরভাবে অনুরক্ত।
‘বৃহত্তর ইসরাইল’ বাইবেলের একটি শব্দ; যা পশ্চিম তীর, গাজা, সিরিয়ার গোলান মালভূমি, মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশ অন্তর্ভুক্ত করে। এই এলাকায় ইসরাইলের ভূখণ্ডের সম্প্রসারণকে বোঝাতে ‘বৃহত্তর ইসরাইল’ শব্দ ব্যবহৃত হয়।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালযয়ের এক বিবৃতিতে নেতানিয়াহুর মন্তব্যকে বিপজ্জনক ও উস্কানিমূলক বলে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে নেতানিয়াহু’র এ বক্তব্য ‘রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন’ বলে অভিহিত করা হয়েছে বিবৃতিতে।
এতে আরো বলা হয়, ‘ইসরাইলি কর্মকর্তাদের বিবৃতি ফিলিস্তিনি জনগণের বৈধ এবং অধিকারকে কমাতে পারবে না।’
ইসরাইলের এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জর্ডান।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ নেতানিয়াহুর মন্তব্যকে ‘ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি অবজ্ঞা এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ’ বলে অভিহিত করেছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যের নিন্দা করে বলেন, ‘নেতানিয়াহুর এই বক্তব্য ইসরাইলের দখলদারিত্ব সম্প্রসারণের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। যা আরব রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলে সম্প্রসারণবাদী ধারণা এবং প্রকল্পকে প্রত্যাখ্যান করেছে। সেইসঙ্গে ফিলিস্তিনিদের তাদের নিজস্ব ভূমিতে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক এবং আইনি অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব।
এক বিবৃতিতে, ইসরাইলের ‘আগ্রাসী ও সম্প্রসারণবাদী প্রবণতার নিন্দা জানিয়েছে আরব লিগ। পাশাপাশি একে ‘সামগ্রিক আরব জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি’ বলে অভিহিত করা হয়েছে।
এছাড়া নেতানিয়াহুর বক্তব্য আরো স্পষ্ট করার আহ্বান জানিয়েছে মিশর। এক বিবৃতিতে বলা হয়, এই মন্তব্য মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরো বাড়াবে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।
আরএ
‘গ্রেটার ইসরাইল’ প্রতিষ্ঠার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার নিন্দা জানিয়েছে বিভিন্ন আরব দেশ। এই পরিকল্পনাকে আরব দেশগুলোর ‘সার্বভৌমত্বের প্রতি হুমকি’ বলে বর্ণনা করেছে তারা। খবর ইয়েনি সাফাকের।
মিসর ও জর্দার্ডের একাংশ এবং পুরো ফিলিস্তিন নিয়ে বৃহত্তর ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১২ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল২৪-কে নেতানিয়াহু জানান, তিনি এক ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন এবং ‘বৃহত্তর ইসরাইল’ দর্শনের প্রতি তিনি গভীরভাবে অনুরক্ত।
‘বৃহত্তর ইসরাইল’ বাইবেলের একটি শব্দ; যা পশ্চিম তীর, গাজা, সিরিয়ার গোলান মালভূমি, মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশ অন্তর্ভুক্ত করে। এই এলাকায় ইসরাইলের ভূখণ্ডের সম্প্রসারণকে বোঝাতে ‘বৃহত্তর ইসরাইল’ শব্দ ব্যবহৃত হয়।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালযয়ের এক বিবৃতিতে নেতানিয়াহুর মন্তব্যকে বিপজ্জনক ও উস্কানিমূলক বলে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে নেতানিয়াহু’র এ বক্তব্য ‘রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন’ বলে অভিহিত করা হয়েছে বিবৃতিতে।
এতে আরো বলা হয়, ‘ইসরাইলি কর্মকর্তাদের বিবৃতি ফিলিস্তিনি জনগণের বৈধ এবং অধিকারকে কমাতে পারবে না।’
ইসরাইলের এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জর্ডান।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ নেতানিয়াহুর মন্তব্যকে ‘ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি অবজ্ঞা এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ’ বলে অভিহিত করেছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যের নিন্দা করে বলেন, ‘নেতানিয়াহুর এই বক্তব্য ইসরাইলের দখলদারিত্ব সম্প্রসারণের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। যা আরব রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলে সম্প্রসারণবাদী ধারণা এবং প্রকল্পকে প্রত্যাখ্যান করেছে। সেইসঙ্গে ফিলিস্তিনিদের তাদের নিজস্ব ভূমিতে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক এবং আইনি অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব।
এক বিবৃতিতে, ইসরাইলের ‘আগ্রাসী ও সম্প্রসারণবাদী প্রবণতার নিন্দা জানিয়েছে আরব লিগ। পাশাপাশি একে ‘সামগ্রিক আরব জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি’ বলে অভিহিত করা হয়েছে।
এছাড়া নেতানিয়াহুর বক্তব্য আরো স্পষ্ট করার আহ্বান জানিয়েছে মিশর। এক বিবৃতিতে বলা হয়, এই মন্তব্য মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরো বাড়াবে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।
আরএ
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৩২ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪৪ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
২ ঘণ্টা আগে