আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফীনল্যান্ডে শুরু হচ্ছে তুর্কি চলচ্চিত্র উৎসব

আমার দেশ অনলাইন

ফীনল্যান্ডে শুরু হচ্ছে তুর্কি চলচ্চিত্র উৎসব

এই সপ্তাহে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে তুরস্কের সিনেমা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র উৎসব ‘ষষ্ঠ হেলসিঙ্কি তুর্কি ফিল্ম ডেজ’। তুরস্কের জেনারেল ডিরেক্টোরেট অফ সিনেমা আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে।

হেলসিঙ্কির কাতাজানোকার কিনি কে১৩ থিয়েটারে অনুষ্ঠিতব্য এ উৎসবে আন্তর্জাতিক দর্শকদের জন্য তুর্কি সিনেমার নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। ষষ্ঠবারের মতো অনুষ্ঠানটি আজ থেকে শুরু হচ্ছে, এবং এর উদ্বোধনী ছবি হচ্ছে "হেমে'নিন ওলদুগু গুনলেরেন বিরি"। ছবিটি পরিচালনা করেছেন মুরাত ফিরাতোগলু। এটি তুরস্কের ২০২৫ সালের একাডেমি পুরস্কারের (অস্কার) জন্য সেরা আন্তর্জাতিক বৈশ্বিক চলচ্চিত্র বিভাগে অফিসিয়াল প্রস্তাবনা।

বিজ্ঞাপন

উৎসবটি ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এবং দর্শকদের জন্য বিনামূল্যে প্রদর্শিত হবে। প্রদর্শিত হবে আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্বাচিত সাম্প্রতিক কিছু তুর্কি ছবি।

তুরস্ক সরকারের সহায়তায় নির্মিত কিছু উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ভুসলাত সারাচোগলু'র "বিলদিগিন গিবি দেগিল", যা ভিয়েনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল এবং ৪৩ তম ইস্তানবুল চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য, সেরা অভিনেতা এবং সেরা সম্পাদনার মতো পুরস্কার জিতেছে।

এছাড়াও রয়েছে এনসার আলতায়'র "কান্তো", যা ২৭ তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হয়েছিল এবং তুরস্কে তার প্রিমিয়ার হয় ৬২ তম আন্তালিয়া গোল্ডেন অরেঞ্জ চলচ্চিত্র উৎসবে।

প্রতিটি প্রদর্শনী শেষে চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: হুরিয়েত ডেইলি নিউজ

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন