যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও গুলি চালানো অব্যাহত রেখেছে ইসরাইল। এরফলে হামাসের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে, চুক্তিটি বজায় রাখতে কূটনৈতিক প্রক্রিয়া জোরদার করছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।
ফিলিস্তিন বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, পূর্ব গাজা সিটির তুফাহ মহল্লার পূর্বে আল-শাফ এলাকায় ইসরাইলি বাহিনীর আলাদা বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, নিহতরা তথাকথিত ‘হলুদ সীমানা রেখা’ অতিক্রম করেছিল। সেইসঙ্গে শুজাইয়া মহল্লায় পাড়ায় হুমকি মোকাবেলায় ইসরাইলি সেনারা গুলি চালিয়েছে বলে দাবি করেছে তেলআবিব।
মূলত এই হলুদ সীমারেখাটি নির্ধারণ করা হয়েছিল গত ৪ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত এক মানচিত্রে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইলি বাহিনী এই রেখার পেছনে সরে গিয়েছিল।
তবে গাজা সিটির বাসিন্দারা বলছেন, এলাকাটিতে দৃশ্যমান কোনো চিহ্ন না থাকায় তারা জানেন না এই ‘ইয়েলো লাইন’ আসলে কোথায়। স্থানীয় বাসিন্দা সামির বলেন, ‘পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা মানচিত্র দেখেছি, কিন্তু রেখাটা কোথায় তা বোঝা যায় না।’
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে একাধিকবার গাজায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরএ

