আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোপন নথি ফাঁস

গাজা গণহত্যায় ইসরাইলকে সহায়তা করেছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

গাজা গণহত্যায় ইসরাইলকে সহায়তা করেছে আরব 
আমিরাত
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

গাজায় চলমান ইসরাইলি সামরিক অভিযানে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইসরাইলকে সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিয়েছে— এমন গুরুতর অভিযোগ উঠে এসেছে। লোহিতসাগর অঞ্চলে অবস্থিত ইউএইর সামরিক ঘাঁটি ইসরাইলের ব্যবহারের জন্য উন্মুক্ত করার প্রস্তাবসংক্রান্ত একটি নথি ফাঁস হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ক্রেডল এক প্রতিবেদনে জানায়, অনুসন্ধানী প্ল্যাটফর্ম এমিরেটলিকস ২০২৩ সালের অক্টোবর মাসের একটি গোপন নথি প্রকাশ করেছে। নথিটি ইউএই সশস্ত্র বাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের উদ্দেশে লেখা হয়। এর প্রণেতা ছিলেন আল-দাফরা অঞ্চলের প্রতিনিধি ও ইউএই রেড ক্রিসেন্ট অথরিটির চেয়ারম্যান হামদান বিন জায়েদ আল-নাহিয়ান।

বিজ্ঞাপন

নথিতে বলা হয়েছে, ৭ অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে এবং ইসরাইলের সঙ্গে ইউএইর পূর্ববর্তী সহযোগিতা চুক্তির আলোকে দক্ষিণ লোহিতসাগর অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইসরাইলকে সহায়তার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইয়েমেনের পশ্চিম উপকূলের আল-মোখা, ইরিত্রিয়ার মাসাওয়া ও আসাব এবং সোমালিয়ায় অবস্থিত ইউএই ঘাঁটিগুলোকে এই সহায়তার জন্য কার্যকরভাবে প্রস্তুত করা হয়।

ফাঁস হওয়া নথিতে আরো উল্লেখ রয়েছে, বিশেষ করে ইয়েমেনের দক্ষিণ লোহিত সাগর অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোকে ইসরাইলকে সহযোগিতা দিতে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম ও সক্ষমতা দিয়ে সজ্জিত করা হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধগোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান অভিযানে ইসরাইলকে শক্তিশালী করার লক্ষ্যে ইউএইকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশও সেখানে উল্লেখ করা হয়। নথিতে বলা হয়, এই সহায়তা চলবে যতক্ষণ না প্রতিরোধকারীরা পরাজিত হয়।

এদিকে গাজায় চলমান অবরোধ ও চরম মানবিক সংকটের মধ্যে তীব্র শীতের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। নিহতদের ২১ জনই শিশু বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...