আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

ইরান পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনালাপে ইরানে সহিংস বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানির কথা তুলে ধরেন পেজেশকিয়ান।

ইরানি প্রেসিডেন্ট বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকে ‘হাইজ্যাক’ করে সহিংস করে তোলা হয়েছে। তিনি বলেন, ‘ইরানের অভ্যন্তরীণ নীতি জনগণকেন্দ্রিক। আমাদের সব প্রচেষ্টা জাতির ন্যায্য দাবি পূরণ করা এবং নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সমস্যা মোকাবিলার ওপর দৃষ্টি নিবদ্ধ করা।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সোমবার দেশব্যাপী সমাবেশে ইরানিদের বিশাল অংশগ্রহণ দাঙ্গাবাজদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে।

অন্যদিকে পুতিন বলেন, রাশিয়া ইরান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা ইরানে অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি।

ক্রেমলিনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘টেলিফোনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের বর্তমান পরিস্থিতি ও উত্তেজনা প্রশমনের মাধ্যমে দেশকে স্বাভাবিক রাখতে সরকারের নিরন্তর প্রচেষ্টা সম্পর্কে সংক্ষেপে প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করেন।’

‘বিক্ষোভের জেরে ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলে যে উত্তেজনা দেখা দিয়েছে, তা যত দ্রুত সম্ভব হ্রাস করা এবং কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পন্থা অবলম্বনের মাধ্যমে যেকোনো উদীয়মান সমস্যা সমাধানের ব্যাপারে উভয় প্রেসিডেন্ট সম্মত হয়েছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, কৌশলগত বিভিন্ন খাতে ইরান ও রাশিয়ার মধ্যে যে পারস্পরিক প্রতিশ্রুতিমূলক সম্পর্ক, তা আরো এগিয়ে নিতে একমত হয়েছেন দুই নেতা।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন