গাজা উপত্যকায় জাতিসংঘের পরিকল্পিত আটটি ত্রাণ পরিবহনের মধ্যে গত মঙ্গলবার মাত্র একটি সরবরাহ করা সম্ভব হয়েছে। গত বুধবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, জাতিসংঘ ও এর সহযোগীরা গাজার অভ্যন্তরে আটটি মানবিক সহায়তা পরিবহন পাঠাতে ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে। এর মধ্যে সাতটি পরিবহন বাধাগ্রস্ত হয় কিংবা বাতিল করা হয়। তবে এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও জাতিসংঘ কেরেম শালোম ক্রসিং থেকে ২০০টিরও বেশি ওষুধের প্যালেট ও পাঁচটি জ্বালানি ট্যাংকার সংগ্রহ করতে সক্ষম হয়। পাশাপাশি অতিরিক্ত তাঁবুও সংগ্রহ করা হয়।
গাজায় প্রতিটি সরবরাহ উল্লেখযোগ্য পার্থক্য তৈরি করে উল্লেখ করে ডুজারিক বলেন, গাজার একটিও হাসপাতাল পুরোপুরি কার্যকর নয়। এছাড়া মাত্র অর্ধেক হাসপাতাল আংশিকভাবে চালু আছে।
জাতিসংঘের এই মুখপাত্র বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সোমবার ৩৩ ফিলিস্তিনি ছাড়াও ১০০ জনেরও বেশি সহযোগীকে চিকিৎসাসেবা প্রদানে সহায়তা করেছে। তবে সাড়ে ১৬ হাজারেরও বেশি রোগীকে গাজার বাইরে গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
ডুজারিক বলেন, আমরা আবারও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার আহ্বান জানাচ্ছি, যেন সহায়তা দলগুলো প্রয়োজনীয় সবার কাছে পৌঁছাতে পারে। জাতিসংঘ গাজায় আরো অনেক কিছু করতে পারে উল্লেখ করে যত দ্রুত সম্ভব ত্রাণসামগ্রী ও সহায়তা দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর জোর দেন তিনি।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গত দুবছরে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় প্রায় ৭০ হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। চলতি বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও গাজায় হামলা বন্ধ করেনি ইসরাইলি বর্বর বাহিনী। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ৩৪২ ফিলিস্তিনি নিহত হন।
ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুসারে, গাজায় দুবছরের যুদ্ধের পাশাপাশি শুধু পশ্চিম তীরেই ইসরাইলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে এক হাজার ৮২ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১১ হাজার আহত হন। এছাড়া ২০ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য গত নভেম্বরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গাজায় গণহত্যার অপরাধে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইল গণহত্যা মামলারও মুখোমুখি।


অরুণাচল নিয়ে চীন-ভারত দ্বন্দ্ব