গাজায় ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত নামলো স্পেন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ০৬
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১: ০০
ছবি: এএফপি

গাজায় ইসরাইলের দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্তে নেমেছে স্পেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) মামলাকে সমর্থন জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, স্পেনের অ্যাটর্নি জেনারেল আলভারো গার্সিয়া ওরটিজ বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত পরিচালনার জন্য একটি কার্যকরী দল গঠন করা হয়েছে। স্পেনের অ্যাটর্নি জেনারেল কার্যালয় এক বিবৃতিতে জানায়, এই তদন্তের মূল লক্ষ্য হচ্ছে “প্রমাণ সংগ্রহ করা এবং তা আইসিসিসহ উপযুক্ত আন্তর্জাতিক সংস্থার কাছে হস্তান্তর করা।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ফিলিস্তিনি ভূখণ্ডের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে, গাজায় সংঘটিত সম্ভাব্য অপরাধ সম্পর্কে স্পেনে সংগৃহীত সকল প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণ অবশ্যই আন্তর্জাতিক মামলার জন্য অন্তর্ভুক্ত করা উচিত।”

এ পদক্ষেপ এমন এক সময় এলো যখন আইসিসি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তবে হেগ-ভিত্তিক এই দুই আদালতই ইসরাইল ও তার মিত্র দেশগুলোর তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছে। যুক্তরাষ্ট্র আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে আদালত তার “ক্ষমতার অপব্যবহার” করেছে।

উল্লেখ্য, ইসরাইল ICC-এর সদস্য নয় এবং প্রতিষ্ঠানটির এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত