যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি বিমান হামলা ইউক্রেন-রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১৯: ৫০

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়েছে দুই দেশ। তিন বছরের চলমান যুদ্ধে ৩০ দিনের যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রোববার কিয়েভ ও মস্কো এ হামলা চালায়।

এর আগে আমেরিকার পক্ষ থেকে দুই দেশের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধবিরতির পক্ষে সম্মতি দেওয়া হয়। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রতি সমর্থন থাকলেও তার কিছু শর্ত থাকবে।

বিজ্ঞাপন

রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, তারা রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে আসা ৩১ ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ১৬টি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ভরোনেজে, বেলগোর্ড অঞ্চলে ৯টি এবং রুস্তভ ও কুর্স্ক অঞ্চলে ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়। ইউক্রেনের ড্রোন হামলায় বেলগোর্ড অঞ্চলে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের জরুরি ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, উত্তরাঞ্চলীয় চেরিনিভসহ বিভিন্ন স্থানে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। চেরিনিভে রুশ হামলায় একটি ভবনে আগুন ধরে যায়।

এ ছাড়া রাজধানী কিয়েভের আশপাশে কয়েক দফা বিস্ফোরণ হয়েছে বলে ইউক্রেনের সংবাদমাধ্যমে খবর জানানো হয়। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে কিয়েভ ও ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে ড্রোন হামলার বিষয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত