মিয়ানমারে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৩: ৫৫
ছবি: সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ ডিসেম্বর থেকে দেশটির সাধারণ নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে এই ভোট অনুষ্ঠিত হবে। সোমবার দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।

২০২১ সালে রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে জান্তা সরকারের ক্ষমতা দখল করা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সুং চিকে কারারুদ্ধ করার পর এটিই হবে দেশটিতে প্রথম ভোট।

বিজ্ঞাপন

তখন থেকেই মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত। সেনাবাহিনী এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছে। জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, নিজেদের এলাকায় তারা ভোটগ্রহণ চলতে দেবে না।

দেশটির নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০২৫ সালের ২৮ ডিসেম্বর রোববার থেকে বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে। পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।’

সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ৫৫টি দল নির্বাচনের জন্য নিবন্ধন করেছে, তাদের মধ্যে নয়টি দল সবগুলো আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছে।

মিয়ানমারের বিশাল অংশ বিরোধীদের নিয়ন্ত্রণে এবং যুদ্ধাবস্থায় থাকায়, এই নির্বাচন অনুষ্ঠান দেশটির সামরিক শাসকদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ।

সাড়ে চার বছর আগে ভয়াবহ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী জান্তা নেতা মিন অং হ্লাইং বলেছেন, নির্বাচন অবশ্যই হতে হবে এবং যারা নির্বাচনের সমালোচনা করবে বা বাধা দেবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

সমালোচকরা বলছেন, প্রক্সি রাজনৈতিক দলগুলোর মাধ্যমে ক্ষমতা বজায় রাখার জন্য জান্তা সরকার নির্বাচনকে ব্যবহার করবে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত