ইসরাইলে নেমেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০১

গাজায় চলমান গণহত্যা এবং কাতারের দোহায় বিমান হামলার পর নেতানিয়াহু সরকারের প্রতি সমর্থন জানাতে ইসরাইলে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে নেমেই তিনি জেরুজালেমের পুরাতন শহরের ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

রুবিও, নেতানিয়াহু এবং ইসরাইলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একসঙ্গে ওয়েস্টার্ন ওয়ালে যান। তিন জনই দেয়ালের ফাটলের মধ্যে ‘নোট’ গুঁজে দেয়।

এরপর তাদের ওয়েস্টার্ন ওয়াল হেরিটেজ ফাউন্ডেশনের সিইও মর্দেচাই সুলি এলিয়াভের নেতৃত্বে একটি প্রার্থনায় যোগ দিতে দেখা যায়।

এপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দুই দিনের এই সফর ক্রমবর্ধমান বিচ্ছিন্ন ইসরাইলের প্রতি সমর্থনের একটি প্রদর্শন। কারণ, জাতিসংঘ আগামী সপ্তাহে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি নিয়ে একটি বিতর্ক আয়োজন করবে বলে আশা করা হচ্ছে। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির তীব্র বিরোধিতা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত