ওয়াইপিজি ও এসডিএফ বাহিনীর পতনের পর এবং প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ দখলে নেওয়ায় দেশটি থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের দ্রুত পরিবর্তনশীল ঘটনাপ্রবাহ পেন্টাগনকে সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর চলমান মিশনের কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, এসডিএফ পরাজয়ের পর সেখানে মার্কিন সেনা রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, যদি এসডিএফ পুরোপুরি ভেঙে পড়ে, তাহলে সিরিয়ায় মার্কিন সেনা অবস্থানের কোনো কারণ দেখছেন না যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা।
পেন্টাগনের গত জুলাই মাসের ঘোষণা অনুযায়ী, বর্তমানে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ১ হাজার ৫০০ সেনা মোতায়েন রয়েছে।
এর আগে গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগনের এক কর্মকর্তা বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, এ নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতের কোনো অভিযান বা কাল্পনিক পরিস্থিতি নিয়ে অনুমান করে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রস্থান
ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, ১০ জনের লাশ উদ্ধার