আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা গণহত্যা

ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান তুরস্কের

আতিকুর রহমান নগরী

ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান তুরস্কের
ছবি: সংগৃহীত

গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং গণহত্যার দায়ে ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে তুরস্ক। জাতিসংঘে তুরস্কের কাউন্সিলর গুলসাহ কুমুরকু কাদের এ আহ্বান জানান। জাতিসংঘের এক অনুষ্ঠানে তিনি বলেন, গাজায় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের কোনো দায়মুক্তি থাকা উচিত নয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

কাদের সতর্ক করে বলেন, বিশ্বব্যাপী গণহত্যা প্রতিরাধ কতটা জরুরি তার প্রমাণ গাজা উপত্যকায় ইসরাইলের হামলা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘হলোকাস্টের’ বিরুদ্ধে সবাই সোচ্চার হলেও, আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় গণহত্যার সমতুল্য হতে পারে এমন গুরুতর নৃশংসতা প্রত্যক্ষ করছে।’ বিশ্বজুড়ে ‘বর্ণবাদ, ইসলামভীতি, বৈষম্য এবং অন্যের প্রতি কেবল অসহিষ্ণুতা’ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানান তিনি।

কাদের বলেন, ‘গাজায় আন্তর্জাতিক আইনের যে গুরুতর লঙ্ঘন হচ্ছে, তার জন্য কোনো দায়মুক্তি থাকা উচিত নয়। জবাবদিহিতাই হচ্ছে প্রতিরোধের মূল চাবিকাঠি।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন