সাবেক সেনা কর্মকর্তার দাবি

ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি পুরোপুরি ভেঙে পড়েছে

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০২: ১৭
আপডেট : ৩০ জুন ২০২৫, ০২: ২২
প্রবীন সাহনি

ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি শুধু ব্যর্থ হয়নি, বরং পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রবীন সাহনি নামে একজন সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা। রোববার এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

প্রবীন সাহনি একজন প্রতিরক্ষা বিশ্লেষক ও লেখক। তিনি ভারতের প্রতিরক্ষা নীতি, চীন ও পাকিস্তান বিষয়ক বিশ্লেষক।

এক্স পোস্টে তিনি বলেন, ‘আমি ব্যাখ্যা করতে পারি— কীভাবে গত ১১ বছরে ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি শুধু ব্যর্থ হয়নি, পুরোপুরি ভেঙে পড়েছে। এতে বড় অবদান রেখেছে গেরুয়াভাবাপন্ন, অশিক্ষিত, আত্মম্ভরিতায় ভরা মুর্খ মূলধারার গণমাধ্যম, যার নেতৃত্বে রয়েছে রিপাবলিক ও এনডিটিভির মতো চ্যানেল।’

তিনি আরও বলেন, ‘এরা-ই (মিডিয়া) আসল দেশদ্রোহী—যারা ভারতের প্রকৃত উন্নয়নের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমি পাকিস্তান, চীন কিংবা অন্য কোনো দেশের গুপ্তচর নই। আমি একজন মানুষ—যিনি চান তার দেশ সত্যিকার অর্থে উন্নত হোক!’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত