রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয় নিয়ে সন্দিহান ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১: ৪২
ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন জিততে পারবে বলে মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর স্কাই নিউজের।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের জেতার সম্ভাবনা এখনো আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না তারা তা পারবে। যুদ্ধ খুবই অদ্ভুত জিনিস, অনেক খারাপ ঘটনা ঘটে।’

বিজ্ঞাপন

যদিও কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কে জাতিসংঘের এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন ইউক্রেন তার দখল হয়ে যাওয়া সকল ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারে।

শুক্রবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দীর্ঘ বৈঠক করেন ট্রাম্প। এ সময় যুদ্ধ বর্তমানে যে অবস্থায় সেখানেই থেমে যেতে রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানান তিনি।

কিয়েভ এবং মস্কোর মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা সেখানে পৌঁছাবো।’ তবে তিনি মনে করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে পারস্পরিক শত্রুতা শান্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা।

এরআগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেছেন, ‘ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশের দখল ছেড়ে দিতে হবে। এই ত্যাগ স্বীকার তাকে করতেই হবে। কারণ, পুতিন অবশ্যই কিছু নেবেন।’

আরএ

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত