আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তুরস্কে বন্দুকযুদ্ধে পুলিশসহ নিহত ৯

আমার দেশ অনলাইন

তুরস্কে বন্দুকযুদ্ধে পুলিশসহ নিহত ৯
ছবি: সংগৃহীত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকযুদ্ধে আইএসআইএলের ছয় সদস্য ও তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, নিরাপত্তা বাহিনী ১৩টি প্রদেশে আইএসআইএলের ঘাঁটিতে রোববার রাতভর ১০৮টি পৃথক অভিযান চালায়। খবর আল জাজিরার।

রোববার ২টায় ইস্তাম্বুলের দক্ষিণে অবস্থিত ইয়ালোভা প্রদেশের এলমালিক গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। এতে তিন পুলিশ কর্মকর্তা এবং আইএসআইএলের ছয় সদস্য নিহত হন। এ ঘটনায় আট পুলিশ সদস্য এবং একজন নৈশপ্রহরী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, অভিযানের সময় পাঁচজন নারী এবং ছয় শিশুকে বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

যে বাড়িতে অভিযান চালানো হয়, সেখানে লোকজন এবং যানবাহন প্রবেশের অনুমতি ছিল না। বন্দুকযুদ্ধের পর ইয়ালোভা গভর্নরেটের কাছাকাছি পাঁচটি স্কুলে ক্লাস স্থগিত করা হয়েছে।

ইস্তাম্বুল থেকে আল জাজিরার সিনেম কোসেওগলু জানান, বড়দিনের ছুটির সময়ে তুরস্কের নিরাপত্তা বাহিনী সারাদেশে আইএসআইএলের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

বৃহস্পতিবার তুর্কি কর্তৃপক্ষ জানায়, তারা ১২৪টি স্থানে অভিযান চালিয়ে ১১৫ জন আইএসআইএল সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...