সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৩: ০০
ছবি: সৌদি গেজেট

গত এক সপ্তাহে ২২ হাজার ২২২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। ১৪ আগস্ট থেকে ২০ আগস্টের মধ্যে যৌথ অভিযান তাদের গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর সৌদি গেজেটের।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৩ হাজার ৫৫১ জনকে আবাসিক আইন লঙ্ঘন, চার হাজার ৬৬৫ জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং চার হাজার ছয়জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। আইন অমান্য করার অভিযোগে মোট ১৯ হাজার ৫৯৬ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৭৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইউথোপিয়ান, ৪২ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া সৌদি থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অন্যদেশে প্রবেশের চেষ্টাকালে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে সৌদি আরবে কাউকে প্রবেশে সহায়তা করে, তাদের যাতায়াত সুবিধা দেয়, আশ্রয় দেয় বা অন্য কোন সহায়তা বা পরিষেবা দেয়, তাহলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি অবৈধ পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহন বা আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত ঘরবাড়ি বাজেয়াপ্ত করা হবে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত