পাকিস্তানে ট্রাক খাদে পড়ে নিহত ১৫

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৩: ৪০
ছবি: জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াতে একটি ট্রাক খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো আটজন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। আজ (বৃহস্পতিবার) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

সোয়াতের বাহরাইন থেকে আসা একদল পর্যটককে বহনকারী গাড়িটি রাস্তা থেকে উল্টে খাদে পড়ে যায়। উদ্ধারকারীরা জানিয়েছে যে এই ঘটনায় আটজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

মালাকান্দ রেসকিউ ১১২২-এর মুখপাত্র শফিকা গুল এক বিবৃতিতে জানান, পরিবারটি বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা।

তিনি জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তিনি আরো জানান, আহতদের প্রথমে বাটখেলা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সোয়াত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এজন্য বেপরোয়া গাড়ি চালানো, দ্রুত গতি, চালকের ক্লান্তি এবং যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করা হয়।

গত মাসে ডেরা ইসমাইল খানে ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং আরো তিনজন আহত হন। এছাড়া, ১১ সেপ্টেম্বর মানসেহরায় একটি জিপ খাদে পড়ে দুইজন নিহত ও চারজন আহত হন।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত