যিনি গ্রেপ্তার করেছিলেন, তার সাথে একই মঞ্চে সিরিয়ার প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ১০
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ১৩
ছবি: আল জাজিরা

নিউইয়র্কে এক অনুষ্ঠানে একই মঞ্চে বসলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউস। এই জেনারেল এক সময় আল-শারাকে গ্রেপ্তার করেছিলেন। খবর আল জাজিরার

গত বছরের ডিসেম্বরে সামরিক আক্রমণের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে ক্ষমতায় বসেন আল-শারা।

বিজ্ঞাপন

সোমবার শারা নিউইয়র্কে ‘কনকর্ডিয়া অ্যানুয়াল সামিটে’ অংশ নেন। অনুষ্ঠানে তার সঙ্গে মঞ্চ ভাগ করেন জেনারেল পেট্রাউস। এ সম্মেলনে বিশ্বনেতা, ব্যবসায়ী ও এনজিও প্রতিনিধিরা একত্রিত হয়ে বৈশ্বিক অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে এক সময়কার শত্রুর সঙ্গে এক মঞ্চে বসা অস্বাভাবিক হলেও পেট্রাউস আল-শারার নেতৃত্বের প্রশংসা করেন।

পেট্রাউস বলেন, ‘বিদ্রোহী নেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার দিকে তার পথচলা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে নাটকীয় রাজনৈতিক রূপান্তরগুলোর মধ্যে একটি।’

আল-শারার অতীত ইতিহাস সম্পর্কে জানতে চাওয়া হলে প্রেট্রাউস বলেন, ‘একসময় আমরা যুদ্ধে ছিলাম এবং এখন আমরা আলোচনায় বসেছি। যুদ্ধের মধ্য দিয়ে যাওয়া মানুষেরা শান্তির গুরুত্ব জানে।’

সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা বলেন, ‘বর্তমানের মানদণ্ডে অতীতকে বিচার করা যায়, তেমনি অতীতের মানদণ্ডে বর্তমানকে মূল্যায়ান করা যায় না।’

আল-কায়েদার কমান্ডার হিসেবে তার সময় সম্পর্কে কথা বলতে গিয়ে আল-শারার বলেন, ‘হয়তো আগে ভুল ছিল’। কিন্তু এখন যা গুরুত্বপূর্ণ তা হল সিরিয়ার জনগণ এবং অঞ্চলকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করা।

ইরাকে সামরিক অভিযানের সময় পেট্রাউস মার্কিন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। অভিযানের বিরুদ্ধে লড়াই করায় ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত আল-শারাকে বন্দি করে রাখা হয়েছিল।

তার মুক্তির পর আল-শারা ২০১২ সালে সিরিয়ায় আল-আসাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আল-নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন। চার বছর পর, এটি আল-কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করে। এক বছর পর, আল-নুসরা অন্যান্য গোষ্ঠীর সাথে একীভূত হয়ে আল-শারা'র নেতৃত্বে হায়াত তাহরির আল-শাম গঠন করে।

আল-কায়েদার সাথে অতীতের সম্পর্কের কারণে ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র হায়াত তাহরির আল-শামকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে। আল-শারাকে ধরিয়ে দিতে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যা গত ডিসেম্বরের শেষের দিকে তুলে নেয়।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত