আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনার নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, এখন থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের আবেদন করার আগে আশ্রয়প্রার্থীদের ২০ বছর অপেক্ষা করতে হবে। খবর বিবিসির।
এই পরিকল্পনার অধীনে আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের কেবল সাময়িকভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয়া হবে। তাদের বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা হবে এবং যাদের নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হবে তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হবে।
বর্তমানে শরণার্থী হিসেবে মর্যাদা পাঁচ বছর পর্যন্ত স্থায়ী হয়, এরপর আশ্রয়প্রার্থীরা অনির্দিষ্টকালের জন্য থাকার আবেদন করতে পারেন।
নতুন নিয়মে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রাথমিক সময়কাল পাঁচ বছর থেকে কমিয়ে আড়াই বছর করতে চাইছে। এরপর শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে।
তবে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের আবেদন করার জন্য যে সময় লাগবে তা উল্লেখযোগ্যভাবে পাঁচ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করার পরিকল্পনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শাবানা মাহমুদ সংবাদমাধ্যম সানডে টাইমসকে বলেন, ‘সংস্কারগুলো লোকজনকে এটা বলার জন্য তৈরি করা হয়েছে যে অবৈধ অভিবাসী হিসেবে এই দেশে এসো না, নৌকায় চড়ো না।’
তিনি আরো বলেন, ‘অবৈধ অভিবাসন আমাদের দেশকে বিভক্ত করছে। দেশকে ঐক্যবদ্ধ করা সরকারের কাজ। আমরা যদি এটি সমাধান না করি, তাহলে আমার মনে হয় দেশ আরো বিভক্ত হয়ে পড়বে।’
অভিবাসন নিয়ে তীব্র চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরকার।
আরএ

যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনার নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, এখন থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের আবেদন করার আগে আশ্রয়প্রার্থীদের ২০ বছর অপেক্ষা করতে হবে। খবর বিবিসির।
এই পরিকল্পনার অধীনে আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের কেবল সাময়িকভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয়া হবে। তাদের বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা হবে এবং যাদের নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হবে তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হবে।
বর্তমানে শরণার্থী হিসেবে মর্যাদা পাঁচ বছর পর্যন্ত স্থায়ী হয়, এরপর আশ্রয়প্রার্থীরা অনির্দিষ্টকালের জন্য থাকার আবেদন করতে পারেন।
নতুন নিয়মে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রাথমিক সময়কাল পাঁচ বছর থেকে কমিয়ে আড়াই বছর করতে চাইছে। এরপর শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে।
তবে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের আবেদন করার জন্য যে সময় লাগবে তা উল্লেখযোগ্যভাবে পাঁচ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করার পরিকল্পনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শাবানা মাহমুদ সংবাদমাধ্যম সানডে টাইমসকে বলেন, ‘সংস্কারগুলো লোকজনকে এটা বলার জন্য তৈরি করা হয়েছে যে অবৈধ অভিবাসী হিসেবে এই দেশে এসো না, নৌকায় চড়ো না।’
তিনি আরো বলেন, ‘অবৈধ অভিবাসন আমাদের দেশকে বিভক্ত করছে। দেশকে ঐক্যবদ্ধ করা সরকারের কাজ। আমরা যদি এটি সমাধান না করি, তাহলে আমার মনে হয় দেশ আরো বিভক্ত হয়ে পড়বে।’
অভিবাসন নিয়ে তীব্র চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরকার।
আরএ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। শনিবার বান্নু ও লাক্কি মারওয়াত জেলায় যৌথ অভিযানে পাঁচজন সন্ত্রাসী নিহত হয়েছে।
৩৯ মিনিট আগে
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অবরুদ্ধ গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যেকোন পরিকল্পনার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে রয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ।
১ ঘণ্টা আগে
যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরো ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে ইসরাইল লাশগুলো হস্তান্তর করে। ১০ অক্টোবর থেকে সবমিলিয়ে ৩৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরাইল।
১ ঘণ্টা আগে
ক্রমবর্ধমান অপরাধ, দুর্নীতি ও বিচারহীনতার বিরুদ্ধে মেক্সিকোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার জেন-জিদের ডাকা বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। শুরুর দিকে তরুণরা রাস্তায় নামলেও, পরে সব বয়সী মানুষ তাতে যোগ দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ বাধে।
৩ ঘণ্টা আগে