ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২: ৩৩
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করা। সেইসঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি মেনে নিতে কিয়েভকে পরামর্শ দিয়েছেন তিনি। রোববার ওয়াশিংটনে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প বলেন, শুক্রবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক করেছেন। তবে কিয়েভকে পুরো দনবাস অঞ্চল মস্কোর কাছে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেছেন, এমন প্রতিবেদন অস্বীকার করেন ট্রাম্প।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘না, আমরা কখনো এ বিষয় নিয়ে আলোচনা করিনি। তাদের (ইউক্রেনের) উচিত যুদ্ধরেখার যেখানে এখন তারা আছে, সেখানেই থেমে যাওয়া।’

ট্রাম্প আরো বলেন, ‘দনবাস অঞ্চলের প্রায় ৭৮ শতাংশ এলাকা ইতোমধ্যেই রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেন চাইলে পরে কোনো সময় এ বিষয়ে আলোচনা করতে পারে, কিন্তু এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যুদ্ধ থামানো।’

২০১৪ সাল থেকে দনেৎস্ক এবং লুহানস্ককে ঘিরে থাকা দনবাস অঞ্চলটি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মস্কো ক্রিমিয়া দখলের পর রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা একে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করে।

রাশিয়ার বাহিনী পরবর্তীতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘বিশেষ অভিযান’ শুরু করার পর বেশিরভাগ এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত