ফের উত্তপ্ত পাক-আফগান সীমান্ত, নিহত ২১

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৫: ১৩
ছবি: সংগৃহীত

আবার উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকা। আজ (বুধবার) বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবানের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রায় ১২ জন আফগান নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। খবর আল জাজিরার।

মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সহিংসতার জন্য উভয় পক্ষই একে অপরকে অভিযুক্ত করেছে।

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সীমান্তে সংঘাত শুরু করার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছেন। হামলায় ১২ জন নিহত ও ১০০ জনের বেশি নিহত হয়েছে বলে জানান তিনি।

বার্তা সংস্থা এএফপি স্পেন বোলদাক জেলা হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আহতদের মধ্যে ৮০ জন নারী ও শিশু রয়েছে।

তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের পাল্টা হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। অস্ত্র ও ট্যাঙ্ক জব্দ করার পাশাপাশি পাকিস্তানি সামরিক স্থাপনা ধ্বংস করার দাবিও করেছে তারা।

তবে সংঘর্ষ শুরুর জন্য আফগানিস্তানকে দায়ী করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। তাদের দাবি, আফগান তালেবান প্রথমে একটি পাকিস্তানি সামরিক পোস্ট এবং সীমান্তের কাছাকাছি অন্যান্য এলাকায় গুলি চালায়।

নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সহিংসতায় ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত