ভারতের পুনে দুর্গে নামাজ পড়ায় গোমূত্র ঢেলে শুদ্ধিকরণ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৩: ৪১
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৩: ৫১
ছবি: এনডিটিভি

ভারতের মহারাষ্ট্রের পুনেতে ঐতিহাসিক শানিয়ারওয়াড়া দুর্গে নামাজ পড়েছিলেন কয়েকজন মুসলিম নারী। এরপর বিজেপির্ সংসদ সদস্য মেধা কুলকার্ণি ও তার অনুসারীরা দুর্গ এলাকায় গোমূত্র দিয়ে ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান করেছেন। আর এ নিয়ে ভারতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। খবর এনডিটিভির।

শুক্রবার দুর্গে নামাজ পড়ার ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতের পুরাতত্ত্ব বিভাগ স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।

বিজ্ঞাপন

মেধা কুলকর্ণি বলেন, ‘পুনে দুর্গ মারাঠা সাম্রাজ্যের প্রতীক। সেখানে নামাজ পড়া পুনের সব বাসিন্দারা জন্য উদ্বেগ ও ক্ষোভের বিষয়।’

তিনি আরো বলেন, ‘এটি নামাজ পড়ার জায়গা নয়। এ বিষয়ে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়। আমরা সেখানে ‘শিব বন্দনা’ করেছি ও স্থানটি শুদ্ধ করেছি।’

তিনি আরো বলেন, ‘তারা যেখানে নামাজ পড়ে, সেই জায়গাকে ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করে। এ বিষয়ে হিন্দু সমাজ এখন সতর্ক।’

মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানেও দুর্গে নামাজ পড়ার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘শানিয়ারওয়াড়ার একটি ইতিহাস রয়েছে। এটি সাহসিকতার প্রতীক। যদি হিন্দুরা হাজি আলিতে হনুমান চালিশা পাঠ করে, তাহলে কি মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগবে না?’

অন্যদিকে এআইএমআইএম মুখপাত্র ওয়ারিস পাঠান বলেন, ‘কয়েকজন নারী ৩ মিনিট নামাজ পড়েছে, এতে সমস্যা কোথায়? সংবিধানের ২৫ অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়া আছে। গোমূত্র নয়, মানসিকতা শুদ্ধ করা উচিত।’

ঘটনার পর পুণে পুলিশ জানিয়েছে, ‘এটি পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত স্থান। পুরাতত্ত্ব বিভাগের কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। দুর্গের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত