ট্রাম্পের লন্ডনে ‘শরিয়া আইন’ প্রবর্তনের দাবি প্রসঙ্গে যা বললেন স্টারমার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪২
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৩

লন্ডন শহরে মেয়র সাদিক খান ‘শরিয়াহ আইন’ জারি করতে চান বলে জাতিসংঘের অধিবেশনে অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বক্তব্যকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

বৃহস্পতিবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আইটিভি লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “শরিয়া আইন প্রবর্তনের ধারণাটি অর্থহীন এবং সাদিক খান একজন খুব ভালো মানুষ।” তিনি আরো বলেন, “ট্রাম্পের সঙ্গে আমার দ্বিমত খুব কমই হয়, তবে এটিই ট্রাম্পের ভুল ধারণা।”

স্টারমারের নেতৃত্বাধীন মধ্য-বাম লেবার পার্টির প্রতিনিধি সাদিক খান ২০১৬ সালে লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন এবং এরপর আরও দুইবার জয়ী হন। তিনি বর্তমানে যেকোনো ব্রিটিশ রাজনীতিবিদের মধ্যে সবচেয়ে বেশি সরাসরি ম্যান্ডেটপ্রাপ্ত।

ট্রাম্প ও খানের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ চলে আসছে, যার সূচনা অন্তত ২০১৭ সালে খানের পক্ষ থেকে ট্রাম্পের মুসলিম দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনার পর থেকে।

মার্কিন-ব্রিটিশ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পরপরই এই বিতর্ক নতুন করে শুরু হয়। মাত্র এক সপ্তাহ আগে ট্রাম্প তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে এসে রাজকীয় আতিথেয়তা ও সাদা টাই ভোজে অংশ নেন।

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে সাদিক খান বলেন, “তিনি একজন বর্ণবাদী, লিঙ্গবাদী, নারী বিদ্বেষী এবং ইসলামোফোবিক ব্যক্তি।” খান আরো বলেন, ব্রিটেনে বসবাসের জন্য রেকর্ড সংখ্যক আমেরিকান বসতি স্থাপন করছে, যা ট্রাম্পের বক্তব্যের বাস্তবতার সাথে সাংঘর্ষিক।

উল্লেখ্য, জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইউরোপের অভিবাসন নীতির সমালোচনার সময় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনকে উল্লেখ করে বলেন, "এখন তারা শরিয়া আইনে যেতে চায়" এবং মেয়র সাদিক খানকে "ভয়ানক, ভয়ঙ্কর মেয়র" বলে অভিহিত করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত