আন্তর্জাতিক ডেস্ক
ভারত ও চীনের মধ্যে সীমান্ত বাণিজ্য পাঁচ বছর ধরে স্থগিত থাকার পর পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছে উভয় দেশ । ২০২০ সালে সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশের মধ্যে এই বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। খবর ডনের।
বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, বর্তমানে দুই দেশ এ বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা চালাচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী সোমবার নয়াদিল্লিতে সফর করবেন। এর আগে জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামণিয়াম জয়শঙ্কর বেইজিং সফর করেছিলেন। এসব বৈঠককে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি ভারধন সিং সংসদে জানান, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার আলোচনা চলছে, তবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত বাণিজ্য উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুনরায় চালু হলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে।
বিশ্লেষকদের মতে ,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ব্যবস্থার ফলে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে আটকে দেশগুলি সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে। এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় মজবুত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমপি
ভারত ও চীনের মধ্যে সীমান্ত বাণিজ্য পাঁচ বছর ধরে স্থগিত থাকার পর পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছে উভয় দেশ । ২০২০ সালে সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশের মধ্যে এই বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। খবর ডনের।
বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, বর্তমানে দুই দেশ এ বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা চালাচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী সোমবার নয়াদিল্লিতে সফর করবেন। এর আগে জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামণিয়াম জয়শঙ্কর বেইজিং সফর করেছিলেন। এসব বৈঠককে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি ভারধন সিং সংসদে জানান, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার আলোচনা চলছে, তবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত বাণিজ্য উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুনরায় চালু হলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে।
বিশ্লেষকদের মতে ,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ব্যবস্থার ফলে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে আটকে দেশগুলি সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে। এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় মজবুত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমপি
নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছে, দখলদার শক্তি হিসেবে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে সুযোগ করে দিতে বাধ্য ইসরাইল। বুধবার আইসিজে গাজায় ত্রাণ সরবরাহের বিষয়ে জারি করা আদেশে এ মন্তব্য করে।
২৯ মিনিট আগেআরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
৪ ঘণ্টা আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
৫ ঘণ্টা আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
৫ ঘণ্টা আগে