আমার দেশ অনলাইন
তেহরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল ঘোষণা করে জাতিসংঘকে যৌথভাবে চিঠি পাঠিয়েছে ইরান, রাশিয়া ও চীন। চিঠিতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন-২২৩১ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা জানায় দেশ তিনটি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
চিঠিতে বলা হয়, ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ।
জাতিসংঘে পাঠানো চিঠিতে ই-থ্রি নামে পরিচিত তিনটি দেশ যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সমালোচনা করা হয়। এতে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া চালু করার প্রচেষ্টাকে ‘আইনি এবং পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ’ হিসাবে বর্ণনা করা হয়েছে।
২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির ফলে ইরানের ওপর আরোপিত পারমাণু কর্মসূচী সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলে যায় ।
তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়। এরপর ২০২০ সালে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জেসিপিওএ’র ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা চালুর চেষ্টা করে। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। গত মাসে আবারো নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্দেশ্যে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালুর চেষ্টা করে।
ইরান, রাশিয়া এবং চীন সকল পক্ষকে ‘পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা এবং সংলাপের মাধ্যমে সকল পক্ষের উদ্বেগের সামঞ্জস্যপূর্ণ একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানায়। সেইসঙ্গে একতরফা নিষেধাজ্ঞা, বলপ্রয়োগের হুমকি বা পরিস্থিতি আরো খারাপ করতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায় দেশ তিনটি।
এরআগে ইরান জানিয়েছে, বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তির ১০ বছর মেয়াদ শেষ হওয়ায় তারা আর পারমাণবিক কর্মসূচির ওপর কোনো নিষেধাজ্ঞায় বাধ্য নয়। তবে তেহরান জানিয়েছে, দেশটি কূটনৈতিক প্রতিশ্রুতিতে অটল থাকবে।
বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৫ সালের চুক্তির সব বিধান, যার মধ্যে পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা ও সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো অন্তর্ভুক্ত, এখন থেকে বাতিল বলে গণ্য হবে।
আরএ
তেহরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল ঘোষণা করে জাতিসংঘকে যৌথভাবে চিঠি পাঠিয়েছে ইরান, রাশিয়া ও চীন। চিঠিতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন-২২৩১ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা জানায় দেশ তিনটি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
চিঠিতে বলা হয়, ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ।
জাতিসংঘে পাঠানো চিঠিতে ই-থ্রি নামে পরিচিত তিনটি দেশ যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সমালোচনা করা হয়। এতে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া চালু করার প্রচেষ্টাকে ‘আইনি এবং পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ’ হিসাবে বর্ণনা করা হয়েছে।
২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির ফলে ইরানের ওপর আরোপিত পারমাণু কর্মসূচী সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলে যায় ।
তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়। এরপর ২০২০ সালে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জেসিপিওএ’র ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা চালুর চেষ্টা করে। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। গত মাসে আবারো নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্দেশ্যে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালুর চেষ্টা করে।
ইরান, রাশিয়া এবং চীন সকল পক্ষকে ‘পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা এবং সংলাপের মাধ্যমে সকল পক্ষের উদ্বেগের সামঞ্জস্যপূর্ণ একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানায়। সেইসঙ্গে একতরফা নিষেধাজ্ঞা, বলপ্রয়োগের হুমকি বা পরিস্থিতি আরো খারাপ করতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায় দেশ তিনটি।
এরআগে ইরান জানিয়েছে, বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তির ১০ বছর মেয়াদ শেষ হওয়ায় তারা আর পারমাণবিক কর্মসূচির ওপর কোনো নিষেধাজ্ঞায় বাধ্য নয়। তবে তেহরান জানিয়েছে, দেশটি কূটনৈতিক প্রতিশ্রুতিতে অটল থাকবে।
বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৫ সালের চুক্তির সব বিধান, যার মধ্যে পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা ও সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো অন্তর্ভুক্ত, এখন থেকে বাতিল বলে গণ্য হবে।
আরএ
এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।
৬ ঘণ্টা আগেসুদানের রাজধানীর খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরসহ এর আশেপাশের বেশ কিছু এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর বিমানবন্দরটি খোলার একদিন আগেই এই হামলার ঘটনাটি ঘটে।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন নিকোলাস সারকোজি। লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে নির্বাচনি তহবিল নেয়ার অপরাধে পাঁচ বছরের কারাভোগ করতে হচ্ছে তাকে।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
১১ ঘণ্টা আগে