আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে কি না, জানালেন আইএইএ প্রধান

আমার দেশ অনলাইন

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে কি না, জানালেন আইএইএ প্রধান
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই। পাশাপাশি জোর দিয়ে বলেছেন, তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) অটল রয়েছে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের সঙ্গে তেহরানের সহযোগিতা কমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন গ্রোসি। তবে নিশ্চিত করেছেন, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সম্প্রতি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া বা ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা সক্রিয় করার পর তেহরান আইএইএর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের ঘোষণা দেয়।

গ্রোসি বলেন যে, ‘আমরা আবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি এবং ইরানে পরিদর্শন করছি। যদিও সব স্থানে নয়, যেখানে আমাদের করা উচিত। ধীরে ধীরে আমরা ফিরছি। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত যে স্থাপনাগুলো আছে, সেখানে এখনো পরিদর্শন করা হয়নি। সেসব বিষয়ে আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি।’

আইএইএ প্রধান পর্যবেক্ষণের বাস্তব চ্যালেঞ্জগুলো কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা পাওয়ায় নিরাপত্তার কারণে ইরান থেকে পরিদর্শকদের প্রত্যাহার করা হয়েছিল। তারপর থেকে তিনি পরিদর্শন কাঠামো পুনর্নির্মাণের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন।

ইরান বার বার জোর দিয়ে জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...