আমার দেশ অনলাইন
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় শুরু হয় বৈধ কাগজপত্র বিহীন অভিবাসীদের ধরপাকড়। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, জানুয়ারি থেকে প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে নোয়েম জানান, জানুয়ারি থেকে স্বরাষ্ট্র বিভাগ চার লাখ ৮০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৭০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে অথবা সেই ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
তিনি আরো বলেন, ‘দেশকে আরো নিরাপদ করে তোলা হচ্ছে, যাতে পরিবারগুলো উন্নতি করতে পারে এবং তারা সমৃদ্ধ হতে পারে। তারা যেন সেই ধরণের স্বাধীনতা উপভোগ করতে পারে যার জন্য এই দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল।’
গত মাসে স্বরাষ্ট্র বিভাগ জানায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা নেয়ার পর ২০ জানুয়ারি থেকে ২০ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। মোট অভিবাসীর মধ্যে প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন এবং ২৫০ দিনেরও কম সময়ে চার লাখের বেশি অবৈধ অভিবাসীকে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত করা হয়েছে।
সোমবার ট্রাম্প অবৈধ অভিবাসন ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থার কার্যকলাপের প্রশংসা করেন।
আরএ
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় শুরু হয় বৈধ কাগজপত্র বিহীন অভিবাসীদের ধরপাকড়। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, জানুয়ারি থেকে প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে নোয়েম জানান, জানুয়ারি থেকে স্বরাষ্ট্র বিভাগ চার লাখ ৮০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৭০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে অথবা সেই ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
তিনি আরো বলেন, ‘দেশকে আরো নিরাপদ করে তোলা হচ্ছে, যাতে পরিবারগুলো উন্নতি করতে পারে এবং তারা সমৃদ্ধ হতে পারে। তারা যেন সেই ধরণের স্বাধীনতা উপভোগ করতে পারে যার জন্য এই দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল।’
গত মাসে স্বরাষ্ট্র বিভাগ জানায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা নেয়ার পর ২০ জানুয়ারি থেকে ২০ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। মোট অভিবাসীর মধ্যে প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন এবং ২৫০ দিনেরও কম সময়ে চার লাখের বেশি অবৈধ অভিবাসীকে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত করা হয়েছে।
সোমবার ট্রাম্প অবৈধ অভিবাসন ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থার কার্যকলাপের প্রশংসা করেন।
আরএ
এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।
৬ ঘণ্টা আগেসুদানের রাজধানীর খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরসহ এর আশেপাশের বেশ কিছু এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর বিমানবন্দরটি খোলার একদিন আগেই এই হামলার ঘটনাটি ঘটে।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন নিকোলাস সারকোজি। লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে নির্বাচনি তহবিল নেয়ার অপরাধে পাঁচ বছরের কারাভোগ করতে হচ্ছে তাকে।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
১১ ঘণ্টা আগে