চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার নতুন চুক্তি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০: ২৭
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০: ৩৮
ছবি: ফক্স বিজনেস

বিরল খনিজ সম্পদের বাজারে চীনের প্রভাব মোকাবেলায় নতুন চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সোমবার হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ বাড়াতে চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। খবর আল জাজিরার।

ট্রাম্প জানান, চুক্তিটি নিয়ে চার বা পাঁচ মাস ধরে আলোচনা হয়েছে। ট্রাম্প জানান, দুই নেতা বাণিজ্য, সাবমেরিন এবং সামরিক সরঞ্জাম নিয়েও আলোচনা করবেন।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, দুই দেশ যৌথভাবে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রকল্পে বিনিয়োগ করবে। আর এই পদক্ষেপ খনিজ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ খাতে বড় পরিবর্তন আনতে পারে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্র্রী আলবানিজ এই চুক্তিকে ‘পাইলাইন’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমরা এটি এগিয়ে নিতে প্রস্তুত’। তার মতে, এটি অস্ট্রেলিয়ার খনি ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়াবে।

চুক্তি অনুযায়ী, দুই দেশ আগামী ছয় মাসে খনি ও প্রক্রিয়াকরণ প্রকল্পে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তারা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের জন্য ন্যূনতম মূল্যও নির্ধারণ করেছে, যা পশ্চিমা খনি শ্রমিকরা দীর্ঘদিন ধরেই চেয়ে আসছেন।

মূলত দুই দেশ ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই এই খাতে সহযোগিতা নিয়ে কাজ করছে। তবে অ্যালবানিজ বলেছেন, এই নতুন চুক্তি ‘দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুসারে, চীনের কাছে বিশ্বের বৃহত্তম বিরল মৃত্তিকা মজুদ রয়েছে, তবে অস্ট্রেলিয়ারও উল্লেখযোগ্য মজুদ রয়েছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত