নয়াদ্দিলিতে বিস্ফোরণ

উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক ডেকেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২: ১০
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার কাছে গতকাল সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডেকেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বার্তা সংস্থা এএনআই জানায়, স্থানীয় সময় বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নিচ্ছেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক, জাতীয় তদন্ত সংস্থার মহাপরিচালক এবং দিল্লি পুলিশের কমিশনার। বৈঠকে সভাপতিত্ব করবেন অমিত শাহ।

বিজ্ঞাপন

সোমবার অমিত শাহ বিস্ফোরণের স্থান পরিদর্শন করার সময় জানান, তিনি একটি উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করবেন।

বিস্ফোরণের কারণ এখনো অজানা। তবে অমিত শাহ এবং অন্যান্য কর্মকর্তারা বারবার বলেছেন, ‘সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে বিস্ফোরণে পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ টহল ও নজরদারি বাড়িয়েছে, সীমান্তে কড়া তল্লাশি চলছে।

এছাড়া বিস্ফোরণের পর ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নয়াদিল্লির গুরুত্বপূর্ণ স্থান, মেট্রো স্টেশন, বিমানবন্দর ও সরকারি ভবনে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে মুম্বাই, কলকাতা, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অন্যদিকে মার্কিন দূতাবাসও ভারতে অবস্থিত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং লাল কেল্লা-সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে বলেছে। সূত্র : বিবিসি বাংলা

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত