আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাক-আফগান সংকট সমাধানে ইসলামাবাদ সফরে যাচ্ছেন তুর্কি প্রতিনিধিরা

আমার দেশ অনলাইন

পাক-আফগান সংকট সমাধানে ইসলামাবাদ সফরে যাচ্ছেন তুর্কি প্রতিনিধিরা
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সংকট নিরসনে আলোচনা করতে আগামী সপ্তাহে ইসলামাবাদ সফর করবে তুরস্কের একটি প্রতিনিধি দল। আজারবাইজান থেকে ফেরার সময় সাংবাদিকদের একথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

এই প্রতিনিধি দলে থাকবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার ও গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ।

বিজ্ঞাপন

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবশেষ আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ৬ নভেম্বর শুরু হওয়া ওই আলোচনায় অংশ নিতে পাকিস্তানি যে প্রতিনিধি দল ইস্তানবুল গিয়েছিল, তারা ফিরে এসেছে। এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ‘দায়িত্বহীন আচরণের’ অভিযোগ তুলেছে তালেবান।

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে পর, ১৯ অক্টোবর কাতারে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে দৃঢ় করার লক্ষ্যে তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তাম্বুলে।

ইসলামাবাদ প্রথমবারের মতো স্বীকার করেছে যে তৃতীয় দফা আলোচনা শুক্রবার শেষ হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান সরকার প্রথম দফায় দেয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

অন্যদিকে, আফগান সরকার বলেছে, আলোচনার ব্যর্থতা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে।

আর আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হলেও সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। তবে দেশটি বলেছে, তাদের মূল নিরাপত্তা উদ্বেগ-আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ সবার আগে সমাধান করতে হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন