আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্পেনের ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৯, আহত ১০০

আমার দেশ অনলাইন

স্পেনের ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৯, আহত ১০০
স্পেনে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাস্থলে দুর্ঘটনায় জড়িত ট্রেনের পাশে স্প্যানিশ সিভিল গার্ডের সদস্যরা কাজ করছেন।

স্পেনের দক্ষিণাঞ্চল আন্দালুসিয়ায় দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন প্রায় ১০০ জন। দেশটিতে এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। ওই ট্রেন বিপরীত লাইনে ঢুকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ করে, ফলে সেটিও লাইনচ্যুত হয়। দুটি ট্রেনে মোট চার শতাধিক যাত্রী ছিলেন।

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কমপক্ষে ৭৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে চার শিশুসহ ২৪ জনের অবস্থা গুরুতর। উদ্ধারকারী দল বলেছে, ট্রেন দুমড়ে-মুচড়ে যাওয়ায় মৃতদেহ ও জীবিতদের উদ্ধার করা কঠিন এবং ঝুঁকিপূর্ণ।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শোক প্রকাশ করে বলেন, দেশ আজ “গভীর বেদনার রাত” সহ্য করছে। পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেন, দুর্ঘটনাটি “অত্যন্ত অস্বাভাবিক” মনে হচ্ছে, তবে আনুষ্ঠানিক কারণ এখনও জানা যায়নি। তদন্তে অন্তত এক মাস সময় লাগতে পারে।

কর্ডোবা অঞ্চলের ফায়ার সার্ভিস প্রধান ফ্রান্সিসকো কারমোনা বলেন, বগিগুলো দুমড়ে-মুচড়ে গেছে, ধাতু মচকে গেছে, এবং অনেক মানুষ আটকা পড়েছে। আহত বা মৃতদের উদ্ধার করতে কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার সব রেল পরিষেবা স্থগিত করা হয়েছে, এবং সোমবারও ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...