ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত এক, বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৩: ৩৮
ছবি: বিবিসি

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আহত হয়েছেন নয়জন। এছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়া এলাকায় রাশিয়ার হামলায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। হামলার কারণে কিয়েভের অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর বিবিসির।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় জেলাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরফলে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে ইউক্রেনের আঞ্চলিক প্রধান জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়া এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো জ্বালানি অবকাঠামোগুলোতে রাশিয়ার হামলা বেড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে চাপ দিতে বাস্তব পদক্ষেপ নিতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সামাজিকমাধ্যমে এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ৪৫০টি ড্রোন এবং ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী সভিতলানা হ্রিঞ্চুক বলেছেন, মেরামতকারীরা বিদ্যুৎ পুনরুদ্ধারের জন্য কাজ করছেন।

ক্লিটসকো জানিয়েছেন, রাজধানী কিয়েভের জ্বালানি অবকাঠামো এবং অ্যাপার্টমেন্ট ভবনগুলোও হামলার শিকার হয়। রাজধানীতে হামলায় আহত নয়জনের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত