ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এই অভিযান পুরো অঞ্চলে উদ্বেগজনক প্রভাব ফেলবে। জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান। খবর সিএনএনের।
বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় অভিযান একটি বিপজ্জনক নজির তৈরি করেছে। জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করার ওপর জোর দিয়েছেন মহাসচিব। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানো হয়নি বলে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি ভেনেজুয়েলাকে মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সংলাপে যোগদানের আহ্বান জানিয়েছেন।
রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করেছে কলম্বিয়া।
এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী শনিবার বিকেল ৫টার দিকে বিমানটি সেখানে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিমানঘাঁটিতে অবতরণের পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তরে নেওয়ার কথা রয়েছে, যেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর তাকে ব্রুকলিনের কারাগারে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ডেলসি রদ্রিগেজের হাতে ভেনেজুয়েলার দায়িত্ব দিতে চায় যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলায় অভিযান মার্কিন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি