আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অ্যামনেস্টিসহ ১০৯ সংস্থার সতর্ক বার্তা

গাজায় ‘গণঅনাহার’ ছড়িয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ‘গণঅনাহার’ ছড়িয়ে পড়েছে

ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও অবরোধে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করে দিয়েছে ১০৯টি সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এবং অক্সফামসহ ১০৯টি আন্তর্জাতিক মানবাধিকার ও ত্রাণ সংস্থা বুধবার এক যৌথ বিবৃতিতে এ সতর্কবার্তা জানায়।

বিবৃতিতে বলা হয়, গাজাজুড়ে ‘গণঅনাহার’ ছড়িয়ে পড়ছে। উপত্যকায় তাদের সহকর্মীরাও ক্ষুধায় কাতর বলে জানায় সংস্থাগুলো।

বিজ্ঞাপন

এতে বলা হয়, চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র অপুষ্টির হার রেকর্ড ছাড়িয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে তীব্র ডায়রিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ছে। বাজারগুলো খালি, বর্জ্য জমে যাচ্ছে এবং প্রাপ্তবয়স্করা ক্ষুধা ও পানিশূন্যতার কারণে রাস্তায় পড়ে যাচ্ছেন।

বিবৃতিতে সংস্থাগুলো জানায়, গাজায় গড়ে প্রতিদিন মাত্র ২৮টি ট্রাকে ত্রাণ বিতরণ করা হয়, যা ২০ লাখের বেশি মানুষের জন্য যথেষ্ট নয়। অনেকেই সপ্তাহের পর সপ্তাহ সাহায্য ছাড়াই কাটিয়ে দিচ্ছেন।

তারা বলছেন, ‘জাতিসংঘের নেতৃত্বাধীন মানবিক ব্যবস্থা ব্যর্থ হয়নি, তাদের কাজ করতে বাধা দেওয়া হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, এখন সময় এসেছে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার। অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবি করা, সব আমলাতান্ত্রিক ও প্রশাসনিক বিধিনিষেধ তুলে নেওয়া, সব স্থলপথ উন্মুক্ত করা, সমগ্র গাজার সবার জন্য প্রবেশাধিকার নিশ্চিত করা, সামরিক নিয়ন্ত্রিত বিতরণ মডেল প্রত্যাখ্যান করা, জাতিসংঘের নেতৃত্বাধীন একটি নীতিগত মানবিক প্রতিক্রিয়া পুনরুদ্ধার করা এবং নীতিগত ও নিরপেক্ষ মানবিক সংস্থাগুলোকে তহবিল প্রদান অব্যাহত রাখা জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন