প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগকে চাপ দিচ্ছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২: ১৮
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১৬
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আরো আক্রমণাত্মক তদন্ত করতে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় শনিবার বন্ডিকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা আর দেরি করতে পারি না। এটি আমাদের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করছে।’ খবর বিবিসির

এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং ডেমোক্র্যাটিক সিনেটর অ্যাডাম শিফের বিরুদ্ধে তদন্ত করতে বন্ডির প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিছুই করা হচ্ছে না।’

বিজ্ঞাপন

অ্যাডাম শিফ ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারের তত্ত্বাবধান করেছিলেন।

ট্রাম্প বন্ডির প্রশংসা করে বলেন, ‘তিনি একটি দুর্দান্ত কাজ করছেন’।

ট্রাম্প বলেন, ‘আমি ৩০টির বেশি বিবৃতি এবং পোস্ট পর্যালোচনা করেছি, যেখানে আগের মতোই শুধু পুরনো গল্প, অনর্থক কথা, কোনো পদক্ষেপ নেই। কিছুই করা হচ্ছে না। কোমি, অ্যাডাম শিফ, লেটিসিয়ার কী হবে? তারা সবাই দোষী, কিন্তু কিছুই করা হচ্ছে না।’

ট্রাম্পের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, ‘এটাই একনায়কত্বের পথে নিয়ে যাওয়ার শুরু।’

ফেডারেল প্রসিকিউটর এরিক সিবার্টকে বরখাস্ত করার একদিন পর ট্রাম্পের পোস্টটি আসে। ট্রাম্প বলেন, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতির অভিযোগে মামলা করতে ব্যর্থ হয়েছেন সিবার্ট।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত