সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট বিপর্যয়

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ০৮
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫২

লোহিত সাগরে একাধিক সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন হওয়ায় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ইন্টারনেট সংযোগে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতসহ একাধিক দেশে ইন্টারনেট গতি ধীর হয়ে পড়েছে এবং মাঝে মাঝে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে।

রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, এই ক্যাবল বিঘ্নের কারণে তাদের আজুর ক্লাউড পরিষেবা প্রভাবিত হয়েছে। তবে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে, অন্যান্য সাধারণ নেটওয়ার্ক ট্র্যাফিক এতে ক্ষতিগ্রস্ত হয়নি।

মাইক্রোসফট তাদের ওয়েবসাইটে প্রকাশিত স্ট্যাটাস আপডেটে জানিয়েছে, ৬ সেপ্টেম্বর ভোর ৫:৪৫ GMT থেকে সমস্যাটি শুরু হয়েছে। তারা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে নতুন আপডেট দেবে বলে জানিয়েছে।

একটি ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে , SMW4 ও IMEWE নামের সাবমেরিন ক্যাবলগুলির ব্যর্থতার ফলে জেদ্দা সংলগ্ন এলাকায় সংযোগ সমস্যার সূত্রপাত হয়।

পাকিস্তান টেলিকমিউনিকেশনস এক বিবৃতিতে গ্রাহকদের সতর্ক করেছে যে, পিক আওয়ারে ইন্টারনেট পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে, তবে তাদের আন্তর্জাতিক অংশীদাররা সমস্যা সমাধানে কাজ করছে।

সমুদ্রের নিচে বসানো এই কেবলগুলোই বিশ্বব্যাপী ইন্টারনেট ট্র্যাফিকের মেরুদণ্ড, যা ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করে। এগুলো দুর্ঘটনাজনিত ক্ষতির পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকারও হতে পারে।

২০২৪ সালের শুরুর দিকে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার দাবি করেছিল যে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সাবমেরিন ক্যাবল কেটে ফেলার পরিকল্পনা করেছিল। যদিও হুথিরা তা অস্বীকার করে, রোববার হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি NetBlocks-এর তথ্য উদ্ধৃত করে এই বিঘ্নের সত্যতা আংশিকভাবে স্বীকার করে।

এদিকে, মাইক্রোসফটকে নিয়ে নতুন বিতর্কও সামনে এসেছে। দ্য গার্ডিয়ান, +৯৭২ ম্যাগাজিন এবং লোকাল কল এর এক যৌথ অনুসন্ধানে বলা হয়েছে, মাইক্রোসফটের আজুর ক্লাউড ইসরাইলি সেনাবাহিনীর জন্য পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনি নাগরিকদের কল ও তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয়েছে। মাইক্রোসফট এই অভিযোগ অস্বীকার করলেও, আগস্টে বিষয়টি নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং এই ইস্যুতে বিক্ষোভে অংশ নেওয়া চার কর্মীকে বরখাস্ত করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত